দুই সেশন বৃষ্টির আগে ২ উইকেট

বৃষ্টি ছিল সকাল থেকেই। তাতে টস হয়েছে ১৫ মিনিট দেরিতে। বৃষ্টি হানা দিল লাঞ্চের আগেও। এরপর আর খেলাই হতে পারেনি হ্যামিল্টনে। পাকিস্তান-নিউ জিল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথম দিনের দুই সেশন ভেসে গেছে বৃষ্টিতে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2016, 07:37 AM
Updated : 25 Nov 2016, 07:37 AM

বৃষ্টির আগে খেলা হয়েছে ২১ ওভার। নিউ জিল্যান্ড তুলেছে ২ উইকেটে ৭৭ রান।

মিসবাহ-উল-হকের নিষেধাজ্ঞায় পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন আজহার আলী। সবুজ উইকেট, মেঘলা আকাশ। নেতৃত্বের প্রথম টস জিতে বোলিং নিতে দেরি করেননি আজহার। ইয়াসির শাহকে বাইরে রেখে পাকিস্তান একাদশ সাজিয়েছে চার পেসার নিয়ে।

নতুন বলের দুই বোলার আঘাত হানেন শুরুতেই। প্রথম ওভারেই টম ল্যাথামকে (০) ফেরান মোহাম্মদ আমির। অধিনায়ক কেন উইলিয়ামসনকে (১২) ফেরান সোহেল খান।

তবে আগের টেস্টে অভিষেকেই নজরকাড়া জিত রাভাল এ দিনও ব্যাট করেছেন দৃঢ়তায়। রস টেলর নেমেই শুরু করেন প্রতি আক্রমণ। লাঞ্চের ১৫ মিনিট আগে নামে বৃষ্টি। তখন ২০ বলে ২৯ রানে অপরাজিত টেলর, ৩৫ রানে রাভাল।

টানা বৃষ্টিতে আর খেলা শুরুই হতে পারেনি। বিকেল চারটায় দিনের খেলার ইতি টানেন আম্পায়াররা।