৩০ উইকেট চাই শহীদের

টেস্ট বোলার হিসেবে বিবেচিত মোহাম্মদ শহীদ এবারের বিপিএলে দেখাচ্ছেন সীমিত ওভারের ক্রিকেটে নিজের সামর্থ্য। তারকাখচিত ঢাকা ডায়নামাইটসের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছেন এই পেসার। দলকে সাহায্য করতে নিতে চান ৩০ উইকেট।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2016, 11:36 AM
Updated : 24 Nov 2016, 11:41 AM

৭ ম্যাচে ১২.৯২ গড়ে ১৪ উইকেট নিয়েছেন শহীদ। সমান ১৪ উইকেট নিতে আফগান অফস্পিনার মোহাম্মদ নবি খেলেছেন ৮ ম্যাচ।

পয়েন্ট তালিকার তিন নম্বরে আছে ডায়নামাইটস। নিজেদের প্রথম দুইয়ে রাখতে শেষ ম্যাচগুলোতে দলকে আরও বেশি দিতে উন্মুখ হয়ে আছেন ২৮ বছর বয়সী এই পেসার।

“আমাদের দলে সেরা সব বোলার রয়েছে। সামনের ম্যাচগুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।”

ফিল্ডারদের ভুলে হাতছাড়া হয়েছে চারটি সহজ ক্যাচ। না হলে হয়তো এককভাবেই এখন শীর্ষে থাকতে পারতেন এই পেসার।

“আক্ষেপ তো আছেই। ক্যাচগুলো হলে ১৮ উইকেট হতো। সাত ম্যাচে ১৮ উইকেট অনেক। চারটা থেকে দুইটা ক্যাচ ধরলেও ভালো হতো। এখন আর এটা নিয়ে চিন্তা করে লাভ নেই। সামনের দিকে তাকিয়ে আছি।”

“এবার ২৫ থেকে ৩০টা উইকেট নিতে চাই। আমার লক্ষ্য এটাই, পূরণ করার চেষ্টা করব।”

আগামী শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে ঢাকা। শহীদ জানান, আগের ম্যাচগুলোর ভুল শুধরে নিজেদের মেলে ধরতে প্রস্তুত তারা।

“একই ভুল আবার না করার কথা ভাবছি আমরা। আগের ম্যাচের ভুলগুলো সবাই ঠিক করে নিতে চাই। কুমিল্লা ম্যাচের আগে এ নিয়ে আমার আরও কাজ করব।”