জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা ম্যাচ পরিত্যক্ত

কোনো সুপার সপার না থাকায় খেলা শুরু হওয়ার সম্ভাবনা ছিল ক্ষীণ। তবুও প্রাণপণে চেষ্টা করেছিলেন গ্রাউন্ডসম্যানরা। কিন্তু তারপরও খেলা সম্ভব হয়নি। পরিত্যক্ত হয়েছে ত্রিদেশীয় সিরিজের জিম্বাবুয়ে-শ্রীলঙ্কার ওয়ানডে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2016, 02:21 PM
Updated : 21 Nov 2016, 02:21 PM

বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ১৩.৩ ওভারে ২ উইকেটে ৫৫ রান করে জিম্বাবুয়ে। এরপর বৃষ্টি নামলে লম্বা অপেক্ষার পর সেখানেই খেলা শেষ হয়।

ক্রেইগ আরভিন ২৩ ও সিকান্দার রাজা ৪ রানে অপরাজিত ছিলেন।

দুই ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের পয়েন্ট ৪।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ১৩.৩ ওভারে ৫৫/২ (চারি ১১, চিবাবা ৮, আরভিন ২৩*, রাজা ৪*; কুলাসেকারা ১/১৭, লাকমল ০/১৪, শানাকা ০/৫, ডি সিলভা ০/৪, পাথিরানা ০/১০)

ফল: ম্যাচ পরিত্যক্ত