হ্যামিল্টন টেস্টে নিষিদ্ধ মিসবাহ

অধিনায়ক হওয়ার পর একটি টেস্টই খেলতে পারেননি মিসবাহ-উল-হক। সেটি ছিল মন্থর ওভার রেটের কারণে নিষিদ্ধ হওয়ায়। একই কারণে আরও একবার বাইরে থাকতে হচ্ছে মিসবাহকে। এক টেস্টের নিষেধাজ্ঞা পেয়েছেন পাকিস্তান অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2016, 12:39 PM
Updated : 21 Nov 2016, 12:39 PM

নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মন্থর ওভার রেটের কারণে হ্যামিল্টনে পরের টেস্টে খেলতে পারবেন না মিসবাহ। ক্রাইস্টচার্চ টেস্টে নির্ধারিত সময়ে দু ওভার ঘাটতি ছিল পাকিস্তান দলের।

তবে হ্যামিল্টনে এমনিতেও মিসবাহর না খেলার সম্ভাবনা ছিল প্রবল। হাসপাতালে নিবিড় পরিচর্যায় থাকা অসুস্থ শ্বশুরের পাশে থাকার জন্য রোববারই নিউ জিল্যান্ড থেকে দেশে ফিরে গেছেন পাকিস্তান অধিনায়ক। নিষিদ্ধ হওয়ায় এখন আর ফেরার তাড়া থাকছে না।

নিষেধাজ্ঞার পাশাপাশি ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানাও গুণতে হবে মিসবাহকে। দলের বাকিদের জরিমানা ২০ শতাংশ।

ক্রাইস্টচার্চ টেস্টের আগে গত অগাস্টে পাকিস্তানের বিপক্ষে ওভাল টেস্টের পাকিস্তানের ওভার রেট ছিল মন্থর। আইন অনুযায়ী এক বছরের মধ্যে এটি দুবার ঘটলে জরিমানার পাশাপাশি নিষেধাজ্ঞাও পেতে হয়।

মন্থর ওভার রেটের কারণে নিষিদ্ধ হওয়ায় ২০১২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টেও খেলতে পারেননি মিসবাহ। নিউ জিল্যান্ডের বিপক্ষে চলতি দুই ম্যাচের সিরিজে পাকিস্তান পিছিয়ে আছে প্রথম টেস্টে হেরে।