১১ জন মিলে এক জনের সঙ্গে পারলাম না: সাকিব

বিপিএলের চলতি আসরে দুটি জয় পেল রাজশাহী। দুবারই জয়ের নায়ক সামিত প্যাটেল। দুবারই পরাজিত দল ঢাকা ডায়নামাইটস। সবাই মিলেও এক জনের সঙ্গে পেরে না উঠা দলের জন্য খুব হতাশার মনে করছেন অধিনায়ক সাকিব আল হাসান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2016, 12:32 PM
Updated : 21 Nov 2016, 12:33 PM

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবারের প্রথম ম্যাচে ড্যারেন স্যামির দলের কাছে ৩ উইকেটে হারে ঢাকা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব জানান, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে না পারাতেই হারতে হয়েছে তাদের। তবে প্রাপ্য কৃতিত্বও দিয়েছেন প্যাটেলকে।

“মুমিনুল ভালো ব্যাটিং করেছে। কিন্তু সামিত প্যাটেল যেভাবে ব্যাটিং করেছে পুরো খেলাটাই বদলে দিয়েছে।”

“আমাদের সাথে দুইটা ম্যাচই রাজশাহী ভালো খেললো। দুটি ম্যাচেই সামিত প্যাটেল বেশি ভালো খেললো। দুবারই আমরা একজন খেলোয়াড়ের কাছে হেরে গেলাম। আমাদের দলের জন্য এটা একটা হতাশার ব্যাপার যে, আমরা ১১ জন মিলে এক জনের সাথে পারলাম না।”

৬টি ছক্কা ও ৫টি চারে ৩৯ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার জেতেন প্যাটেল। দুই দলের প্রথম দেখায় ৬ উইকেটে জেতে রাজশাহী। সেবার ২০ রানে দুই উইকেট নেওয়ার সঙ্গে অপরাজিত ৪৪ রানের চমৎকার ইনিংস খেলেন এই ইংলিশ অলরাউন্ডার।