ভারতীয় স্পিনে ধুঁকছে ইংল্যান্ড

বিশাখাপত্তম উইকেট যেন আক্ষরিক অর্থেই শুনল কিউরেটরের কথা। উইকেট শুষ্ক হলেও প্রথম দিন ব্যাটিং বান্ধব দেখে অবাক হয়েছিলেন অনেকেই। কিউরেটর আশ্বাস দিয়েছিলেন, দ্বিতীয় দিন লাঞ্চের আশেপাশে সময়ে এখানেই ধরবে স্পিন; হলো সেটিই। তাতে ভুগল ভারতীয় ব্যাটিং। তবে আরও বেশি ভুগেছে ইংলিশ ব্যাটিং।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2016, 11:42 AM
Updated : 18 Nov 2016, 12:12 PM

দ্বিতীয় দিনে বল হাতে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছিল ইংল্যান্ড। কিন্তু ব্যাটিংয়ে ইনিংসের অর্ধেক নেই তিন অঙ্ক ছোঁয়ার আগেই। প্রথম ইনিংসে ভারত তুলেছে ৪৫৫। ইংল্যান্ড দিন শেষ করেছে ৫ উইকেটে ১০৩ রানে।

ব্যাটে-বলে দিনের নায়ক রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডারের ব্যাট থেকে এসেছে আরও একটি কার্যকর অর্ধশতক। এরপর দারুণ বোলিংয়ে নিয়েছেন দুটি উইকেট। উইকেটের দেখা পেয়েছেন ভারতের অন্য দুই স্পিনারও।

শুরুটা যদিও পেসার মোহাম্মদ শামির হাত ধরে। অসাধারণ এক ডেলিভারিতে ভেঙে দেন অ্যালেস্টার কুকের অফ স্টাম্প। স্টাম্পের অর্ধেকটা ছিটকে পড়ে শর্ট থার্ড ম্যানের দিকে!

জো রুট ব্যাট করেছেন স্বচ্ছন্দে। হাসিব হামিদ ছিলেন আঁটসাঁট। দুজনের জুটিতে ভালোই এগোচ্ছিল ভারত। হঠাৎ ছন্দপতন। রান আউটে ফিরলেন হামিদ। ইংল্যান্ডের কপাল পোড়ার সেই শুরু।

আরও একবার অশ্বিনের স্পিনে যেন অথৈ জলে পড়লেন বেন ডাকেট। আগের টেস্টের ম্যাচ সেরা মইন আলিকে থিতু হওয়ার আগেই ফেরালেন জয়ন্ত যাদব। আম্পায়ার আউট না দিলেও আত্মবিশ্বাসী রিভিউয়ে প্রথম টেস্ট উইকেটের স্বাদ পেলেন অভিষিক্ত অফ স্পিনার।

স্পিনে ইংলিশদের অন্যতম সেরা ব্যাটসম্যান রুট যথারীতি খেলছিলেন আস্থার সঙ্গে। কিন্তু অর্ধশতকের পর আচমকাই অশ্বিনকে উড়িয়ে মারতে গিয়ে ফিরলেন তিনিও। ৮০ রানেই নেই ইংল্যান্ডের ৫ উইকেট!

আরেকটি উইকেট প্রাপ্য ছিল জয়ন্ত যাদবেরও। কিন্তু তার বলে বেশ জোরে বেলস নড়ার পরও না পড়ায় বেঁচে যান বেন স্টোকস। জনি বেয়ারস্টোর সঙ্গে দিনের বাকি সময়টাও কাটিয়ে দেন স্টোকস।

সকালে ব্যাটিংয়ের শুরুটাও ভালো ছিল ভারতের। বল তখনও নতুন। তবে উইকেটে কোনো মুভমেন্ট পাননি ইংলিশ পেসাররা। মইন আলি আক্রমণে এসেই বদলে দেন চিত্র। ১৫১ রানে দিন শুরু করা বিরাট কোহলি ফিরে যান ১৬৭ রানে।

নিজের পরের ওভারে তিন বলের মধ্যে মইন ফেরান ঋদ্ধিমান সাহা ও রবীন্দ্র জাদেজা। হঠাৎই ভারতের তখন চারশ হওয়া নিয়ে শঙ্কা।

অভিষিক্ত জয়ন্ত যাদবকে নিয়ে অষ্টম উইকেটে ৬৪ রানের জুটিতে দলকে এগিয়ে নেন অশ্বিন। ৫৮ করে স্টোকসের শর্ট বলে বিদায় নেন এই অলরাউন্ডার। ৩৫ রানের কার্যকর ইনিংস খেলেন জয়ন্ত।

পরে বল হাতেও দুজন মিলে দিনটা করে রাখলেন ভারতের।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ১২৯.৪ ওভারে ৪৫৫ (আগের দিন ৩১৭/৪) (কোহলি ১৬৭, অশ্বিন ৫৮, ঋদ্ধিমান ৩, জাদেজা ০, জয়ন্ত ৩৫, উমেশ ১৩, শামি ৭* ; অ্যান্ডারসন ৩/৬২, ব্রড ১/৪৯, স্টোকস ১/৭৩, আনসারি ০/৪৫. রশিদ ২/১১০, মইন ৩/৯৮, রুট ০/৯)।

ইংল্যান্ড ১ম ইনিংস: ৪৯ ওভারে ১০৩/৫ (কুক ২, হামিদ ১৩, রুট ৫৩, ডাকেট ৫, মইন ১, স্টোকস ১২*, বেয়ারস্টো ১২* ; শামি ১/১৫, উমেশ ০/১৪, জাদেজা ০/৩৮, অশ্বিন ২/২০, জয়ন্ত ১/১১)।