নাঈমদের সাফল্যের পিছনে ‘প্ল্যান বি’
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Nov 2016 10:45 PM BdST Updated: 17 Nov 2016 10:45 PM BdST
প্রথম পরিকল্পনা ব্যর্থ হতে বসেছিল নাঈম ইসলামদের। বিপদ দেখে দ্বিতীয় পরিকল্পনায় সরে যান রংপুর রাইডার্সের অধিনায়ক। তাতে আসে সাফল্য। তাতে বরিশাল বুলসকে হারিয়ে জয়ে ফিরেছে রংপুর।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবারের দ্বিতীয় ম্যাচে ১৭৬ রানের লক্ষ্য দিয়ে ১২ রানে জিতে রংপুর।
ম্যাচের ১৪তম ওভারে তিনটি ছক্কায় ২৪ রান নিয়ে বরিশালকে ম্যাচে ফেরান নাদিফ চৌধুরী। নাঈম জানান, সচিত্র সেনানায়েকের সেই ওভারের পর নতুন পরিকল্পনায় যেতে হয় তাকে।
“আমরা জানি ওদের শক্তি কোথায়। আমরা ওদের নিয়ে গেমপ্ল্যান করেছি। ওদের নিয়ে কাজ করেছি, ওরা কোথায় ভালো খেলে, কি করে। আমাদের সবসময় ‘প্ল্যান এ’ ও ‘প্ল্যান বি’ থাকে। আমি বলেছি, এখন আমাদের ‘প্ল্যান এ’ কাজ করছে না তাই ‘প্ল্যান বি’ এ যেতে হবে।”
নাঈম জানান, ২৪ রানের সেই ওভার তাদের উদ্বিগ্ন করেনি। নিজেদের ওপর আস্থা রেখে কেবল জয়ের কথাই ভাবছিলেন তারা।
“টি-টোয়েন্টি ম্যাচে এ রকম দুয়েকটা ওভার হবেই। তবে সবচেয়ে বড় কথা ওইসময় আমরা প্যানিকড হই নাই। আমরা সব সময়ে খেলার টপেই ছিলাম। ওই ওভারটা আমাদের বিরুদ্ধে গেছে। তবে তারপরও আমাদের যে কয়জন বোলার ছিল, তাদের উপর আস্থা ছিল যে, ওরা আমাদের খেলায় ফেরাতে পারবে।”
সোহাগ গাজী, রুবেল হোসেন ও শহিদ আফ্রিদির শেষের চমৎকার বোলিংয়ে জয় নিয়েই ফেরে রংপুর।
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদী আচরণের অভিযোগ
-
এক স্পিনারকে হারিয়ে তিন স্পিনার দলে নিল শ্রীলঙ্কা
-
ঐতিহাসিক চুক্তি: ছেলেদের সমান ম্যাচ ফি নিউ জিল্যান্ডের মেয়েদের
-
বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদী আচরণের অভিযোগ
-
এক স্পিনারকে হারিয়ে তিন স্পিনার দলে নিল শ্রীলঙ্কা
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- হিলালীকে তুলে নিয়ে যা করেছিল অপহরণকারীরা
- ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে