নাঈমদের সাফল্যের পিছনে ‘প্ল্যান বি’

প্রথম পরিকল্পনা ব্যর্থ হতে বসেছিল নাঈম ইসলামদের। বিপদ দেখে দ্বিতীয় পরিকল্পনায় সরে যান রংপুর রাইডার্সের অধিনায়ক। তাতে আসে সাফল্য। তাতে বরিশাল বুলসকে হারিয়ে জয়ে ফিরেছে রংপুর।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2016, 04:45 PM
Updated : 17 Nov 2016, 04:45 PM

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবারের দ্বিতীয় ম্যাচে ১৭৬ রানের লক্ষ্য দিয়ে ১২ রানে জিতে রংপুর।

ম্যাচের ১৪তম ওভারে তিনটি ছক্কায় ২৪ রান নিয়ে বরিশালকে ম্যাচে ফেরান নাদিফ চৌধুরী। নাঈম জানান, সচিত্র সেনানায়েকের সেই ওভারের পর নতুন পরিকল্পনায় যেতে হয় তাকে। 

“আমরা জানি ওদের শক্তি কোথায়। আমরা ওদের নিয়ে গেমপ্ল্যান করেছি। ওদের নিয়ে কাজ করেছি, ওরা কোথায় ভালো খেলে, কি করে। আমাদের সবসময় ‘প্ল্যান এ’ ও ‘প্ল্যান বি’ থাকে। আমি বলেছি, এখন আমাদের ‘প্ল্যান এ’ কাজ করছে না তাই ‘প্ল্যান বি’ এ যেতে হবে।”

নাঈম জানান, ২৪ রানের সেই ওভার তাদের উদ্বিগ্ন করেনি। নিজেদের ওপর আস্থা রেখে কেবল জয়ের কথাই ভাবছিলেন তারা।

“টি-টোয়েন্টি ম্যাচে এ রকম দুয়েকটা ওভার হবেই। তবে সবচেয়ে বড় কথা ওইসময় আমরা প্যানিকড হই নাই। আমরা সব সময়ে খেলার টপেই ছিলাম। ওই ওভারটা আমাদের বিরুদ্ধে গেছে। তবে তারপরও আমাদের যে কয়জন বোলার ছিল, তাদের উপর আস্থা ছিল যে, ওরা আমাদের খেলায় ফেরাতে পারবে।”

সোহাগ গাজী, রুবেল হোসেন ও শহিদ আফ্রিদির শেষের চমৎকার বোলিংয়ে জয় নিয়েই ফেরে রংপুর।