স্কোর বোর্ডে যথেষ্ট রান ছিল না: শহীদ

দারুণ বোলিংয়ে ঢাকা ডায়নামাইটসকে জয় এনে দেওয়া মোহাম্মদ শহীদ মনে করছেন, স্কোর বোর্ডে বেশি রান জমা করতে পারেননি তারা। কিন্তু ভালো বোলিংয়ে এই রানই যথেষ্ট বলে প্রমাণিত হওয়ায় খুশি এই পেসার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2016, 12:34 PM
Updated : 17 Nov 2016, 12:34 PM

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবারের দ্বিতীয় ম্যাচে ১৪৯ রানের লক্ষ্য দিয়ে চিটাগং ভাইকিংসকে ১৯ রানে হারায় ঢাকা। ২৩ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন শহীদ।  

“যথেষ্ট স্কোর ছিল না। তবে আমরা ভালো বল করেছি, তাই ওই স্কোরই যথেষ্ট হয়ে গেছে। উইকেট এই রান তাড়া করার মতোই ছিল।”

১০.৩৬ গড়ে ১১ উইকেট নিয়ে এই মুহূর্তে বিপিএলের চলতি আসরে সেরা উইকেটশিকারী শহীদ। পেছনে ফেলেছেন চিটাগংয়ের মোহাম্মদ নবিকে (১০)।  

জাতীয় ক্রিকেট লিগের খেলার সময় চোট পাওয়ায় কিছু দিন মাঠে বাইরে থাকতে হয় শহীদকে। সেই ধাক্কা সামাল দিয়ে বিপিএলে জ্বলে উঠা ২৮ বছর বয়সী এই পেসার জানান, টুর্নামেন্ট দারুণ উপভোগ করছেন তিনি, বোলিংটাও ভালো হচ্ছে। 

“মিরপুরে উইকেট পেতে অনেক জোরে বল করতে হয়েছে। এখানে আবার উইকেট ভিন্ন। এখানে গতির চেয়ে বৈচিত্র্য বেশি কার্যকর। ব্যাটসম্যানকে পড়ে বোলিং করতে হয়। এখানে জোরে বল করতে গেলে সেটি ভালো বল নাও হতে পারে।”