চিটাগংয়ের ব্যাটসম্যানদের ধুয়ে দিলেন তামিম
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Nov 2016 08:01 PM BdST Updated: 12 Nov 2016 09:16 PM BdST
ডাগ আউটে থেকে ব্যাটসম্যানদের আত্মহত্যার মিছিল দেখে নিশ্চিতভাবেই বিরক্ত ছিলেন তামিম ইকবাল। ম্যাচের পর সংবাদ সম্মেলনে বোঝা গেল তা; চিটাগং অধিনায়ক প্রশ্ন তুললেন নিজ দলের ব্যাটসম্যানদের বোধ নিয়ে, তাদের চিন্তা-ভাবনার ঘাটতি নিয়ে।
খুলনা টাইটানসের বিপক্ষে শনিবার হাতের মুঠো থেকে জয় ফেলে দিয়েছে চিটাগং ভাইকিংস। ৪ উইকেট হাতে নিয়ে শেষ ওভারে প্রয়োজন ছিল ৬ রান। উইকেটে ছিল দুজন থিতু ব্যাটসম্যান। কিন্তু মাহমুদউল্লাহকে ৩ উইকেট উপহার দিয়ে চিটাগং ম্যাচ হেরে বসে ৪ রানে!
ক্ষুব্ধ অধিনায়ক সংবাদ সম্মেলনে সমালোচনা করলেন নিজ দলের ব্যাটসম্যানদের।
“যে ধরনের ক্রিকেট খেলছি, এ রকম খেললে আমরা হারতেই থাকব। একজন ব্যাটসম্যানকে ২০ বার ম্যাসেজ পাঠানোর পরও যদি সে ভুল করে, তাহলে বুঝতে হবে তার স্কিলে সমস্যা না থাকতে পারে, মাথায় সমস্যা আছে। এই ধরনের ক্রিকেটে এই পর্যায়ে যদি ডাল-ভাতের মত খাইয়ে দিতে হয়, তাহলে আমি দু:খিত যে বলতেই হচ্ছে, সে এখানে খেলার যোগ্য নয়।”
শেষ ওভারে উইকেটে ছিলেন মোহাম্মদ নবি ও চতুরঙ্গা ডি সিলভা। আগের ৪ ওভারে ৪৫ রানের জুটি গড়ে এই দুজনই দলকে নিয়ে গিয়েছিলেন জয়ের দ্বারপ্রান্তে। কিন্তু শেষ ওভারের প্রথম বলে আউট হন চতুরঙ্গা, শেষ বলে নবি। দুজনই আউট হন শর্ট বলে।
এর আগে থিতু হওয়ার পর বাজে শটে আউট হয়েছেন এনামুল হক। প্রতিপক্ষের মূল বোলার শফিউল ইসলামের শেষ ওভারে উড়িয়ে মারতে গিয়ে আউট হয়েছেন অভিজ্ঞ জহুরুল ইসলাম।
তামিম অবশ্য কারও নাম উল্লেখ করলেন না। ক্ষোভ ঝারলেন দলের সব ব্যাটসম্যানকে জড়িয়েই।
“নাম না বলি, ব্যাটসম্যানদের কথাই বলছি। আমি যেটা বলছি, একটা জিনিস দেখছেন যে ওদের মূল বোলারদের বল করিয়ে ফেলেছে। দুটি ওভার শর্ট ছিল ওদের (নিয়মিত বোলারদের বাইরে কাউকে দিয়ে করাতে হবে)। এখন কেউ যদি একটু অপেক্ষা না করে মূল বোলারকে তাড়া করতে গিয়ে আউট হয়ে যায়, তাহলে এত ম্যাসেজ পাঠিয়ে লাভ নেই। এই লেভেলে খেললে একটু হলেও মস্তিষ্ক ব্যবহার করতে হবে।”
১২৮ রান তাড়ায় এদিন শুরুতেই অধিনায়কসহ দুই ওপেনারকে হারিয়েছিল চিটাগং। তামিম ও ডোয়াইন স্মিথ, দুজনই ৩ রানে আউট হয়েছেন কেভন কুপারকে উড়িয়ে মারতে গিয়ে।
-
স্পিনারের ‘ক্রাইসিস’, মিরপুরে মোসাদ্দেকের অফ স্পিনেই ভরসা
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ