‘আমরা জানি মিরাজ কত ভালো বোলার’

রাজশাহী কিংসের বিপক্ষে সঠিক জায়গায় বল করতে না পারায় কয়েকবারই হতাশা প্রকাশ করেছেন সাকিব আল হাসান। ঢাকা ডায়নামাইটসের বোলাররা যে কাজ পারেননি তা দারুণভাবে করেছেন মেহেদী হাসান মিরাজ। তরুণ এই অফ স্পিনারকে তাই প্রশংসায় ভাসিয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2016, 06:09 PM
Updated : 11 Nov 2016, 06:29 PM

শুক্রবার ঢাকার বিপক্ষে রাজশাহীর ৬ উইকেটে জেতা ম্যাচে ২২ রানে ২ উইকেট নেন মিরাজ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব জানান, উইকেট থেকে একজন স্পিনার যতই সুবিধা পান না কেন, সঠিক জায়গায় বল করাটাও ভীষণ গুরুত্বপূর্ণ। সেই কাজ অনায়াসেই করতে পারেন মিরাজ।

“আমাদের দেশে স্পিনাররা সব সময় সুবিধা পায়। তারপরও ভালো জায়গায় বল করার একটা ব্যাপার থাকে। আমরা জানি যে, মিরাজ কতটা ভালো বোলার। কতটা ভালো সে করতে পারে।”

“সবাই জানি, এ মুহূর্তে আমাদের দেশের অফ স্পিনারদের মধ্যে ও সেরা বোলার। দেশের অন্যতম সেরা স্পিনারও। ভালো করছে, আশা করি, ভবিষ্যতে আরও ভালো করবে।”

বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা যখন এই কথা বলছিলেন তখন সংবাদ সম্মেলন কক্ষেই বসে ছিলেন মিরাজ। ১৯ বছর বয়সী এই অলরাউন্ডারের হাসিই বলে দিচ্ছিল সাকিবের প্রশংসায় কতটা উচ্ছ্বসিত তিনি।

শুক্রবার মিরাজের নেওয়া ২ উইকেটের একটি শ্রীলঙ্কার ব্যাটিং কিংবদন্তি কুমার সাঙ্গাকারা, অন্যটি স্বয়ং সাকিব।