সানি, আফ্রিদির স্পিনে গুঁড়িয়ে গেল খুলনা
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Nov 2016 09:06 PM BdST Updated: 10 Nov 2016 09:08 PM BdST
আরাফাত সানি ও শহিদ আফ্রিদির স্পিনে খুলনা টাইটানসকে গুঁড়িয়ে দিয়েছে রংপুর রাইডার্স। ৪৫ রানের ছোটো লক্ষ্য সহজেই পেরিয়ে যাওয়া নাঈম ইসলামের দল পেয়েছে টানা দ্বিতীয় জয়।
১২ ওভার হাতে রাখা রংপুরের জয়টি ৯ উইকেটের। আগের ম্যাচে চিটাগং ভাইকিংসকে একই ব্যবধানে হারিয়েছিল তারা।
বৃহস্পতিবার ১০ ওভার ৪ বলে ৪৪ রানে অলআউট হয়ে যায় খুলনা। বিপিএলে এটাই সর্বনিম্ন রান এবং সবচেয়ে কম ওভারে অলআউট হওয়ার রেকর্ড। জবাবে ৮ ওভারে মোহাম্মদ শাহজাদকে হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রংপুর।
গত আসরে সিলেট সুপারস্টার্সের বিপক্ষে বরিশাল বুলসের ৫৮ ছিল আগের সর্বনিম্ন। সেই আসরেই রংপুর রাইডার্সের বিপক্ষে ১১ ওভার ৫ বলে অলআউট হয়েছিল সিলেট।
ছোট লক্ষ্য তাড়ায় কোনো তাড়াহুড়া করেনি রংপুর। ১৬ রানে জুনায়েদ খানকে ফিরতি ক্যাচ দিয়ে শাহজাদের বিদায়ের পর মোহাম্মদ মিঠুনকে নিয়ে বাকি কাজটুকু সহজেই সারেন সৌম্য সরকার।
১৩ রানে অপরাজিত থাকেন উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য। চার হাঁকিয়ে দলকে জয় এনে দেওয়ার সময় ১৫ রানে অপরাজিত ছিলেন মিঠুন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই নিকোলাস পুরানকে হারায় খুলনা। অফ স্পিনার সোহাগ গাজীর স্টাম্পের বল শাফল করে খেলতে গিয়ে বোল্ড হন নিকোলাস পুরান।
নিজের দোষে আউট হন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান আব্দুল মজিদ। এক রান নিতে গিয়ে শেষের দিকে হঠাৎ মন্থর হয়ে সোহাগের সরাসরি থ্রোয়ে রান আউট হন তিনি। তখনও বোঝা যায়নি কী অপেক্ষা করছে খুলনার সামনে।
তিন বলের মধ্যে মাহমুদউল্লাহ, রিকি ওয়েসেলস ও অলক কাপালীকে হারিয়ে হঠাৎ করেই ভীষণ বিপদে পড়ে যায় খুলনা। চতুর্থ ওভারের শেষ বলে মাহমুদউল্লাহকে ফিরিয়ে দেন রিচার্ড গ্লিসন। পরের ওভারের প্রথম দুই বলে ওয়েলসস ও কাপালীর উইকেট নেন আফ্রিদি। এই লেগ স্পিনারের হ্যাটট্রিক ঠেকিয়ে দেন আরিফুল হক।
১৫ রানে ৫ উইকেট হারানোর ধাক্কা আর সামাল দেওয়া সম্ভব হয়নি। দুটি করে চার হাঁকানো শুভাগত হোম চৌধুরী ও নূর আলমকে আউট করেন আফ্রিদি।
২ ওভার ৪ বল করে কোনো রান না দেওয়া সানি ৩ উইকেট নিয়ে দ্রুত গুটিয়ে দেন খুলনাকে। আরিফুলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে নেন নিজের প্রথম উইকেট। বাঁহাতি স্পিনারের পরের দুই শিকার জুনায়েদ ও মোহাম্মদ আসগর।
১২ রানে চার উইকেট নেন আফ্রিদি। ন্যূনতম ১২ বল করেছেন এমন বোলারদের মধ্যে একমাত্র সানিই টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো রান না দিয়ে একাধিক উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা টাইটানস: ১০.৪ ওভারে ৪৪ (মজিদ ৬, পুরান ০, ওয়েসেলস ৫, মাহমুদউল্লাহ ২, শুভাগত ১২, কাপালী ০, আরিফুল ৭, নূর আলম ৮, জুনায়েদ ০, আসগর ০, শফিউল ০; সোহাগ ১/৬, রুবেল ০/৮, সানি ৩/০, গ্লিসন ১/১৪, আফ্রিদি ৪/১২)
রংপুর রাইডার্স: ৮ ওভারে ৪৫/১ (শাহজাদ ১৩, সৌম্য ১৩*, মিঠুন ১৫*; জুনায়েদ ১/১৪, আসগর ০/৬, শুভাগত ০/১০, নূর আলম ০/১৫)
ফল: রংপুর রাইডার্স ৯ উইকেটে জয়ী
-
শান্ত-তামিম-মুমিনুলের ব্যাটে স্বপ্নময় দিন
-
কলকাতার একাদশে জায়গা হারালেন সাকিব
-
রিজওয়ান ও বোলারদের নৈপুণ্যে জিতল পাকিস্তান
-
শান্তর সেঞ্চুরিতে স্বস্তির সুবাতাস
-
তামিমের হতাশাময় বিদায়, শান্তর নির্ভরতা
-
৫ বছরের জন্য নিষিদ্ধ আমিরাতের পেসার কাদির
-
টি-টোয়েন্টির চূড়া থেকে এক ধাপ দূরে বাবর
-
ক্যাচিং অনুশীলন করিয়ে সেঞ্চুরি হাতছাড়া তামিমের
সর্বাধিক পঠিত
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- এবার মদ্রিচকেও হারাল রিয়াল
- বার্সার ‘সুপার লিগ ভাগ্য’ সদস্যদের হাতে
- সুপার লিগকে বাধা না দিতে ফিফা-উয়েফাকে নির্দেশ
- তামিমের ব্যাটিং ঝলকে বাংলাদেশের দারুণ সেশন
- ছাত্রদের উসকে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টায় ছিলেন মামুনুল: পুলিশ
- আগের নিয়মেই চলবে ব্যাংক ও পুঁজিবাজার