ভাগ্য বদলের কৃতিত্ব কোচকে দিলেন মারুফ

গত বিপিএলে ১০ ম্যাচ খেলেও নজরকাড়া কিছু করতে পারেননি মেহেদী মারুফ। ঘরোয়া ক্রিকেটে অনেকবার দারুণ শুরু করেও খেলতে পারেননি বড় ইনিংস। এবার বিপিএলের শুরুটাই হলো দারুণ। সেই কৃতিত্ব ঢাকা ডায়নামাইটস কোচ খালেদ মাহমুদকে দিলেন মারুফ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2016, 06:23 PM
Updated : 9 Nov 2016, 08:35 AM

এবারের বিপিএলের প্রথম দিনেই ৪৫ বলে অপরাজিত ৭৫ রানের বিস্ফোরক ইনিংসে মারুফ বরিশাল বুলসের বিপক্ষে জিতিয়েছেন ঢাকাকে।

গত বিপিএলে এই বরিশাল বুলসের হয়েই ১০ ম্যাচ খেলে মাত্র ১২৬ রান করেছিলেন মারুফ ১৫.৭৫ গড়ে। ঘরোয়া ক্রিকেটে মোটামুটি নিয়মিত নাম। বরাবরই খেলেন এভাবেই। তবে বড় ইনিংস বা এভাবে খেলা শেষ করে আসতে পারেন কম সময়ই।

এবার প্রথম ম্যাচেই নিজেকে চেনালেন অন্য রূপে। ঝড় তুলেই থামেননি। খেলা শেষ করে ফিরেছেন দলের জয় সঙ্গে নিয়ে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মারুফ এই বদলের কৃতিত্ব দিলেন কোচ খালেদ মাহমুদকে।

“গত বার ভালো কাটেনি। এবার ভালো করার বিষয় ছিল। সুজন ভাইয়ের সঙ্গে কথা বলার পর মনে হয়েছে সুযোগ প্রথম থেকেই পাবো। সুজন ভাইয়ের মত কোচ পাওয়া আমার জন্য ভাগ্যের বিষয়। খুব ফ্রি, খুব ফ্র্যাঙ্কলি, খুব আরামসে আমাকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন।”

মারুফ জানালেন, কোচ তাকে স্বাধীনতা দিয়েছেন নিজের সহজাত ব্যাটিং করার।

“সুজন ভাই আগেই বলে দিয়েছিলেন ‘নিজের খেলা খেলবি, সেরা ক্রিকেট খেলবি। আউট প্রথম বলে হলে হলে হবি, আই ডোন্ট কেয়ার। তুই তোর খেলা খেলবি। তুই এক সাইড থেকে খেলে যাবি।’ আমি এটাই চেষ্টা করেছি।”