‘১৪৮ অত কম স্কোর না’

দেড়শ’ ছুঁইছুঁই লক্ষ্য ৪ ওভার হাতে রেখেই ৮ উইকেট হাতে রেখে জিতেছে ঢাকা ডায়নামাইটস। বরিশাল বুলস কি যথেষ্ট রান করতে পারেনি? শাহরিয়ার নাফীস মনে করছেন, বোলিং খুব একটা ভালো না হওয়ায় সংগ্রহটা এত কম মনে হয়েছে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2016, 06:12 PM
Updated : 9 Nov 2016, 08:36 AM

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শাহরিয়ার জানান, আর ২০-৩০ রান বেশি করতে পারলে খেলার চিত্রটা ভিন্ন হতে পারতো।   

“তবে আমি বিশ্বাস করি, ১৪৮ রান অত কম স্কোর না। আমরা যদি আরেকটু ভালো বোলিং করতাম, এত একপেশে ম্যাচ হতো না। তবে টি-টোয়েন্টিতে ১৫৫-১৭০ এর ভেতর রান করতে পারলে আপনার জেতার সম্ভাবনাই বেশি থাকে।”

আল আমিন হোসেন ছিলেন পুরোপুরি বিবর্ণ। তিন স্পিনার তাইজুল ইসলাস, মনির হোসেন খান, দিলশান মুনাবিরাও সেরা ছন্দে ছিলেন না। শাহরিয়ারের বিশ্বাস, শিগগির স্বরূপে দেখা যাবে এই পরীক্ষিত বোলারদের।

“বোলাররা আজকে হয়তো ততটা ভালো করতে পারেনি। তবে আমি মনে করি, এই টুর্নামেন্টের অন্যতম সেরা বোলিং সাইড আমাদের। আশা করি, এখান থেকে আমরা দ্রুত ফিরতে পারবো।”