মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক রুমানা

জাতীয় দলের সর্বশেষ ম্যাচেই দারুণ এক হ্যাটট্রিকে দলকে জয় এনে দিয়েছিলেন রুমানা আহমেদ। ইতিহাস গড়া এই অলরাউন্ডারকে মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2016, 02:04 PM
Updated : 7 Nov 2016, 04:53 PM

শুরু থেকে বাংলাদেশের অধিনায়ক ছিলেন সালমা খাতুন। গত বছরের নভেম্বরে পেসার জাহানারা আলমকে টি-টোয়েন্টির নেতৃত্বে আনে বিসিবি। সালমার চোটের জন্য ওয়ানডেতেও দেশকে নেতৃত্ব দেন জাহানারা।

মহিলা ক্রিকেটে তৃতীয় অধিনায়ক হিসেবে রুমানাকে বেছে নেওয়ার কথা সোমবার এক সংবাদ সম্মেলনে জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান।

আগামী ২৭ নভেম্বর থেকে থাইল্যান্ডে শুরু হতে যাওয়া মহিলা এশিয়া কাপ টি-টোয়েন্টি এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাই পর্ব পর্যন্ত নেতৃত্বে থাকবেন ২৫ বছর বয়সী রুমানা।

গত সেপ্টেম্বরে আয়ারল্যান্ড সফরে স্বাগতিকদের বিপক্ষে ১-০ ব্যবধানে জেতা সিরিজের সেরা খেলোয়াড় ছিলেন রুমানা।

দেশের হয়ে ২০টি ওয়ানডে খেলে ২৫ গড়ে ৪২৫ রান করেছেন রুমানা। তার সেরা ৭৫। এই সংস্করণে ২০.১৬ গড়ে ২৪ উইকেট নিয়েছেন তিনি। সেরা ৪/২০। দেশের হয়ে একমাত্র হ্যাটট্রিকের কৃতিত্ব তারই।

৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৪.৪৮ গড়ে ৪২০ রান এসেছে রুমানার ব্যাট থেকে। ৩০.১০ গড়ে নিয়েছেন ২০ উইকেট। সেরা ২/১৬।