অস্ট্রেলিয়াকে বিশাল লক্ষ্য দেওয়ার পথে দক্ষিণ আফ্রিকা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Nov 2016 05:07 PM BdST Updated: 05 Nov 2016 05:07 PM BdST
জেপি দুমিনি ও ডিন এলগারের শতকে পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে বিশাল লক্ষ্য দেওয়ার পথে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেট হাতে নিয়ে অতিথিরা এগিয়ে রয়েছে ৩৮৮ রানে।
তৃতীয় দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ৩৯০ রান। কুইন্টন ডি কক ১৬ ও ভার্নন ফিল্যান্ডার ২৩ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে এরই মধ্যে ৩৮ রানের জুটি গড়েছেন তারা।
শনিবার ওয়াকায় ২ উইকেটে ১০৪ রান নিয়ে খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। টেস্টের প্রথম দুই দিন সব মিলিয়ে ২২ উইকেটের পতন হলেও তৃতীয় দিন বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন অতিথি ব্যাটসম্যানরা; চার উইকেট হারিয়ে যোগ করেছেন ২৮৬ রান।
দ্বিতীয় সেশনের শেষ ওভারে দুমিনিকে ফিরিয়ে তার সঙ্গে এলগারের ২৫০ রানের জুটি ভাঙেন পিটার সিডল। তার আগে দুই ব্যাটসম্যানই পৌঁছান নিজেদের পঞ্চম শতকে।
আট বছর আগে এই মাঠেই অভিষিক্ত দুমিনি খেলেন ১৪১ রানের ঝকঝকে এক ইনিংস। তার ২২৫ বলের ইনিংসটি ২০টি চার ও একটি ছক্কায় গড়া।
চার বছর আগে ওয়াকায় অভিষেকে দুই ইনিংসেই শূন্য রানে আউট হওয়া এলগার এবার ১৭টি চার ও একটি ছক্কায় খেলেছেন ১২৭ রানের দারুণ এক ইনিংস।
৬ রানের মধ্যে টেম্বা বাভুমা ও ফাফ দু প্লেসি ফিরে গেলেও স্বাগতিকদের চারশ’ ছাড়ানো লক্ষ্য দেওয়ার আশা বাঁচিয়ে রাখেন ডি কক-ফিল্যান্ডার।
ওয়াকায় দক্ষিণ আফ্রিকাকে কখনও টেস্টে হারাতে পারেনি অস্ট্রেলিয়া। এবারও দলটি পেতে যাচ্ছে বড় লক্ষ্য। চোটের জন্য অতিথিদের সেরা বোলার ডেল স্টেইন না থাকায় কিছুটা সুবিধা পেতে পারে স্টিভেন স্মিথের দল। তবে চতুর্থ ইনিংসে বড় পরীক্ষাই অপেক্ষা করছে তাদের জন্য।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২৪২
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৭০.২ ওভারে ২৪৪ (ওয়ার্নার ৯৭, শন মার্শ ৬৩, খাওয়াজা ৪, স্মিথ ০, ভোজেস ২৭, মিচেল মার্শ ০, নেভিল ২৩, স্টার্ক ০, সিডল ১৮*, হেইজেলউড ৪, লায়ন ০; স্টেইন ১/৫১, ফিল্যান্ডার ৪/৫৬, রাবাদা ২/৭৮, মহারাজ ৩/৫৬)।
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ১২৬ ওভারে ৩৯০/৬ (কুক ১২, এলগার ১২৭, আমলা ১, দুমিনি ১৪১, দু প্লেসি ৩২, বাভুমা ৮, ডি কক ১৬*, ফিল্যান্ডার ২৩* ; স্টার্ক ১/৯৯, হেইজেলউড ২/৯৭, সিডল ২/৪৭, মিচেল মার্শ ১/৫২, লায়ন ০/৭৬, ভোজেস ০/২)
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
-
কোভিড পজিটিভ নিউ জিল্যান্ড দলের ৩ জন
-
নেটে দেড় ঘণ্টা ব্যাটিংয়ের পর কোহলির ৭৩
-
অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার পর করণীয়
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের
- টিভি সূচি (শুক্রবার, ২০ মে ২০২২)