মুস্তাফিজকে নিয়ে আশাবাদী নির্বাচকরা
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Nov 2016 01:53 PM BdST Updated: 05 Nov 2016 05:28 PM BdST
অস্ত্রোপচারের পর পুনর্বাসনে থাকা মুস্তাফিজুর রহমানের উন্নতি হচ্ছে প্রত্যাশা মতোই। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের বিশ্বাস, ডিসেম্বরের মাঝামাঝি পুরো ফিট হয়ে উঠবেন এই বাঁহাতি পেসার।
পুনর্বাসনে থাকা মুস্তাফিজ এখনও পুরো রান আপে, পুরো দমে বোলিং শুরু করেননি। নিউ জিল্যান্ড সফরের আগে প্রস্তুতি ক্যাম্পের দলে তবু রাখা হয়েছে এই বাঁহাতি পেসারকে।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন, নিউ জিল্যান্ড সফরে পুরো ফিট মুস্তাফিজকে পাওয়া যাবে বলেই বিশ্বাস তাদের।
“মুস্তাফিজ টুকটাক বোলিং শুরু করেছে। ফিজিও-ডাক্তারদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি, ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যে ও পুরাপুরি ফিট হয়ে উঠবে। প্রথম ওয়ানডের আগে তার পরও ১০ দিনের মতো সময় থাকবে। আশা করি, শতভাগ ফিট মুস্তাফিজকে নিয়েই মাঠে নামতে পারব আমরা।”
জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খানও আশাবাদী মুস্তাফিজকে পাওয়া নিয়ে।
“গত ১ তারিখ থেকে ক্রিকেট বলে বোলিং শুরু করেছে মুস্তাফিজ। ৩ তারিখে করেছে। আজকেও ছিল সূচিতে, বৃষ্টির জন্য বাদ দেওয়া হয়েছে। আপাতত ৪-৫ পদক্ষেপে আস্তে আস্তে বোলিং করছে। ২২ নভেম্বরের পর পুরো রান আপে বোলিং করতে পারবে বলে বিশ্বাস আমাদের। ডিসেম্বরের মাঝামাঝি পুরো ফিট হয়ে ওঠার কথা।”
গত জুলাইয়ে ইংল্যান্ডে সাসেক্সের হয়ে খেলতে গিয়ে চোট পান মুস্তাফিজ। লন্ডনে গত ১১ অগাস্ট অস্ত্রোপচার হয় তার বাঁ কাধে। দেশে ফিরে কয়েক দিনের বিশ্রামের পর শুরু হয় কয়েক ধাপের পুনর্বাসন। সব ঠিকঠাক থাকলে নিউ জিল্যান্ড সফরেই আবার মাঠে দেখা যাবে বাংলাদেশের বোলিং আক্রমণের মূল অস্ত্রকে।
-
অবশেষে ‘মুক্তি’, এবার শুরু ব্যাটিং-বোলিং ঝালাই
-
উইলিয়ামসের সেঞ্চুরি, দুই দিনেই জিম্বাবুয়ের জয়
-
৬ উইকেটে অ্যাগারের অনন্য কীর্তি
-
ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
-
নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
-
আফগানদের গুঁড়িয়ে জিম্বাবুয়ের লিড
-
চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের জয় চাইছে অস্ট্রেলিয়া
-
বাংলাদেশকে হারিয়ে মাস সেরার লড়াইয়ে মেয়ার্স
সর্বাধিক পঠিত
- ভারতে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের নতুন চেয়ারম্যান
- নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
- টিভি সূচি (বুধবার, ০৩ মার্চ ২০২১)
- এইচ টি ইমাম আর নেই
- ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
- বার্সাকে খরচ কমানোর নির্দেশ, বাড়াতে পারবে রিয়াল
- শিরোপার পথে সিটির আরেক ধাপ