সাইড স্ট্রেইনে বিপিএলে অনিশ্চিত ইবাদত

সহজাত গতিময় পেসার ইবাদত হোসেনের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলা অনিশ্চিত। সাইড স্ট্রেইনের জন্য আরও তিন-চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে রাজশাহী কিংসের এই বোলারকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2016, 07:39 AM
Updated : 5 Nov 2016, 07:39 AM

রবি ফাস্ট বোলিং হান্টে সবচেয়ে দ্রুতগতির বোলার হয়ে কিছু দিন আগে আলোচনায় আসেন ইবাদত। জায়গা করে নেন বিসিবির চলতি বছরের হাইপারফরম্যান্স প্রোগ্রামে।

ইংল্যান্ডের বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচেই খেলেন ২২ বছর বয়সী এই পেসার। ‘ডেভেলপমেন্ট প্রোগ্রামের’ অংশ হিসেবে নিউ জিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্পের দলে ডাক পেয়েছেন তিনি।

এখন পর্যন্ত দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ইবাদত উন্মুখ ছিলেন বিপিএলে নিজেকে মেলে ধরতে। কিন্তু ডান দিকের সাইড স্ট্রেইনের জন্য গত ২৩ অক্টোবর থেকে মাঠের বাইরেই থাকতে হচ্ছে তাকে। 

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “তার সেরে উঠতে এখনও তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে।”

পুনর্বাসনের দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ পাওয়া এবাদত বলেন, “আমি জানি না, কবে থেকে বোলিং শুরু করতে পারবো।”

আগামী ৯ ও ১০ ডিসেম্বর দুই ভাগে অস্ট্রেলিয়া যাবে প্রস্তুতি ক্যাম্পের ক্রিকেটাররা। সিডনিতে ক্যাম্প হবে দিন দশেকের। সেই ক্যাম্পে এবাদতের থাকা হবে কি না তা এখনও নিশ্চিত নয়।