‘দেশের টুর্নামেন্টে খেলার অনুভূতি স্পেশাল’

বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোয় বাংলাদেশের মুখ সাকিব আল হাসান। খেলে বেড়ান ক্রিকেট বিশ্বের নানা প্রান্তে। তবে তার হৃদয়ে আলাদা জায়গা নিয়ে থাকে সব সময়ই দেশের টুর্নামেন্ট। জানালেন, বিপিএলের চ্যালেঞ্জ তাকে সহায়তা করে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো খেলতে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2016, 08:59 AM
Updated : 4 Nov 2016, 09:03 AM

শুক্রবার দলের অনুশীলনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিশ্ব তারকা জানালেন বিপিএল নিয়ে ভালো লাগার কথা।

“দেশের মাটিতে খেলা স্পেশাল অনুভূতি। উপভোগ না করার কোনো কারণ নাই। আমি খুবই উপভোগ করি। আর প্রতি বছরই নতুন নতুন চ্যালেঞ্জ আসে। সেটাতে আমার অনেক অভিজ্ঞতা হয় জাতীয় দলে ভালো করার জন্য।”

গত আসরে সাকিব ছিলেন রংপুর রাইডার্সে। এবার ঢাকা ডায়নামাইটসে। তারকা খচিত দলটির নেতৃত্বও দেবেন এই অলরাউন্ডার। জানালেন, নতুন দলের হয়ে নতুন চ্যালেঞ্জ নিতে তিনি প্রস্তত।
“আশা করি, মজার হবে, বিপিএলটা ভালো হবে। ব্যক্তিগত দিক থেকে, দলের দিক থেকেও। আমাদের দল বেশ ভালো। মাঠে কেমন পারফর্ম করি, সেটা গুরুত্বপূর্ণ। শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। শুরুতে যদি ভালো করতে পারি, মোমেন্টাম ধরে রাখতে পারি, আশা করি ভালো কিছু হবে।”