শান্ত, আল আমিনের দিকে তাকিয়ে মাশরাফি

গত বিপিএলে মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ান্সে বড় চমক ছিল আবু হায়দার রনির বোলিং। এবারও থাকবে কোনো চমক? আলো ছড়াবেন কোনো তরুণ ক্রিকেটার? মাশরাফি আশা ভরে তাকিয়ে নাজমুল হোসেন শান্ত ও আল আমিন হোসেনের দিকে। বললেন আরও কয়েকজন তরুণের কথা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2016, 01:33 PM
Updated : 3 Nov 2016, 01:38 PM

গত আসরে ২১ উইকেট নিয়ে কুমিল্লার শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন আবু হায়দার। এই বাঁহাতি পেসার এবার খেলবেন বরিশাল বুলসে।

তিনি না থাকলেও আছেন আরও বেশ কজন সম্ভাবনাময় তরুণ। মাশরাফির আশা, এবারও তার দলের তরুণরা আলো ছড়াবেন।

“বেশ কজন তরুণ ক্রিকেটার আছে আমাদের। শান্তর কথা যদি বলেন, আল আমিনের কথা যদি বলেন… শান্তর সাম্প্রতিক ফর্ম খুব ভালো। আল আমিনও সাতশ’ রানের মতো করেছে এবার ঢাকা লিগে।”

বাংলাদেশ সবশেষ অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক শান্ত যুব ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছেন। গত ঢাকা লিগে ৪১.৩০ গড়ে করেছেন ৫৩৭ রান। প্রথম শ্রেণির ক্রিকেটেও শুরুটা খারাপ হয়নি।

আল আমিন গত ঢাকা প্রিমিয়ার লিগে করেছেন চতুর্থ সর্বোচ্চ ৬৭২ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে করেছেন বড় সেঞ্চুরি। দেশের উঠতি ব্যাটসম্যানদের মধ্যে স্পিনের বিপক্ষে সেরা মনে করা হয় তাকেই। পাশাপাশি অফ স্পিনও বেশ কার্যকর।

শান্ত-আল আমিনের পাশাপাশি মাশরাফি বললেন আরও দুজনের কথা।

“আরো কিছু ক্রিকেটার আছে। যেমন সৈকত আছে, নাহিদ আছে। এবার খুব ভালো পারফর্ম করেছে ঢাকা লিগে। তো আমি আশাবদী যে তারা স্টেপ আপ করলে আমাদের দল ভালো করবে।”

সৈকত আলি অবশ্য দেশের ঘরোয়া ক্রিকেটে খেলছেন ৮ বছরের বেশি সময় ধরে। টপ অর্ডার ব্যাটসম্যান ও মিডিয়াম পেসার। নাহিদুল ইসলাম সেই তুলনায় ততটা পরিচিত নাম নন। গত ঢাকা লিগে লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে রান করেছেন ৩৫১, অফ স্পিনে নিয়েছেন ১২ উইকেট।