করুনারত্নের শতকে শ্রীলঙ্কার বিশাল লিড

দিমুথ করুনারত্নের শতকে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টের দ্বিতীয় ইনিংসে বিশাল লিড নিয়েছে শ্রীলঙ্কা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2016, 04:04 PM
Updated : 1 Nov 2016, 04:04 PM

চতুর্থ দিনের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ২৪৭ রান। প্রথম ইনিংসে ১৬৪ রানের লিড পাওয়া অতিথিরা এগিয়ে ৪১১ রানে। আসেলা গুনারত্নে ১৬ ও দিলরুয়ান পেরেরা ১ রানে ব্যাট করছেন। 

মঙ্গলবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে বিনা উইকেটে ৫ রান নিয়ে খেলা শুরু করে শ্রীলঙ্কা। শুরুতেই কৌশল সিলভাকে ফিরিয়ে দেন জিম্বাবুয়ের শততম এই টেস্টে অভিষিক্ত পেসার কার্ল মামবা।

প্রথম ইনিংসে শতক করা দুই ব্যাটসম্যান কুশল পেরেরা, উপুল থারাঙ্গা এবার ভালো করতে পারেননি। জীবন মেন্ডিসও ফিরেন দুই অঙ্কে গিয়ে।

করুনারত্নে এক প্রান্তে অবিচল থাকলেও অন্য প্রান্তে ব্যাটসম্যানদের আসা-যাওয়ায় ১১৭ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। ধনাঞ্জয়া ডি সিলভার সঙ্গে ৯৪ রানের জুটিতে প্রতিরোধ গড়েন করুনারত্নে। ফিরে যাওয়ার আগে ১৭৩ বলে ৭টি চারে এই উদ্বোধনী ব্যাটসম্যান করেন ১১০ রান।

চা-বিরতির পরপরই ডি সিলভাকেও ফিরিয়ে দেন মামবা। সে সময়ও ইনিংস ঘোষণা করেনি শ্রীলঙ্কা। তবে চার বল পর বৃষ্টি নামলে রান আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ পায়নি অতিথিরা। দিনের খেলার সমাপ্তি হয় সেখানেই।

৫০ রানে ৪ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সেরা বোলার মামবা। 

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৫৩৭

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৩৭৩

শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৬১.৫ ওভারে ২৪৭/৫ (করুনারত্নে ১১০, সিলভা ৭, কৌশল পেরেরা ১৭, মেন্ডিস ১৯, থারাঙ্গা ১, ডি সিলভা ৬৪, গুনারত্নে ১৬*, দিলরুয়ান ১*; পোফু ১/৪২, ক্রেমার ০/৬৭, মামবা ৪/৫০, টিরিপানো ০/৩৩, ওয়ালার ১/১৭, উইলিয়ামস ০/৫, মাসাকাদজা ০/২২)