অসাধারণ এক ডেলিভারিতে বেন স্টোকসকে বোল্ড করলেন সাকিব আল হাসান। উদযাপনে প্রথমে ছুটে গেলেন খানিকটা। এরপরই দাঁড়িয়ে পড়লেন উইকেটের পাশে। এক হাত কোমরে, আরেক হাতে ঠুকে দিলেন স্যালুট!
Published : 30 Oct 2016, 08:18 PM
পরিকল্পিত উইকেট, প্রত্যাশিত সাফল্য
ক্ষুব্ধ কোচ তাতিয়ে দিয়েছিলেন মুশফিকদের
সাব্বিরের সঙ্গে ঝামেলায় স্টোকসের শাস্তি
বাংলাদেশের জয় ‘খেলাটির চেয়েও বড়’
অভিষেক সিরিজে রেকর্ডে ভাস্বর মিরাজ
ক্রিকেটের মনোযোগী অনুসারীদের কাছে দৃশ্যটি নতুন নয়। গত বছর ইংল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজ সফরেও দেখা গেছে একই দৃশ্য। গ্রেনাডা টেস্টে সেটিও ছিল তৃতীয় দিনের বিকেল। দেবেন্দ্র বিশুর বলে আউট হয়ে স্টোকস মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় স্যালুট ঠুকে দেন মারলন স্যামুয়েলস।
“আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডে সিরিজ ছিল অসাধারণ। এদেশের মানুষ, নিরাপত্তকর্মী ও অতি অবশ্যই সাকিব আল হাসানকে স্যালুট!”