সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিউ জিল্যান্ড সফরের দল নিয়ে কথা বলেছেন নির্বাচক হাবিবুল বাশার।
ক্রিকেটের মনোযোগী অনুসারীদের কাছে দৃশ্যটি নতুন নয়। গত বছর ইংল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজ সফরেও দেখা গেছে একই দৃশ্য। গ্রেনাডা টেস্টে সেটিও ছিল তৃতীয় দিনের বিকেল। দেবেন্দ্র বিশুর বলে আউট হয়ে স্টোকস মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় স্যালুট ঠুকে দেন মারলন স্যামুয়েলস।
“আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডে সিরিজ ছিল অসাধারণ। এদেশের মানুষ, নিরাপত্তকর্মী ও অতি অবশ্যই সাকিব আল হাসানকে স্যালুট!”