হাথুরুসিংহের আক্ষেপ

জেতার মতো অবস্থানে থেকে চট্টগ্রাম টেস্টের হার এখনও তাড়িয়ে বেড়াচ্ছে চন্দিকা হাথুরুসিংহেকে। বাংলাদেশের প্রধান কোচ মনে করছেন, যথেষ্ট অভিজ্ঞতা থাকলে তার দল ২-০ ব্যবধানে সিরিজ জিততে পারত।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2016, 02:23 PM
Updated : 30 Oct 2016, 05:07 PM

চট্টগ্রাম টেস্ট ২২ রানে হারে মুশফিকুর রহিমের দল। ঢাকায় মধুর প্রতিশোধ নিয়ে বাংলাদেশ জিতে ১০৮ রানে। জয়ের পথে এক সেশনেই ৬৪ রানে অতিথিদের ১০ উইকেট তুলে নেয় স্বাগতিকরা।

ম্যাচ শেষে প্রাথমিক প্রতিক্রিয়ায় হাথুরুসিংহে জানান, সিরিজ জেতার কথাই ভাবছিলেন তিনি।

“আমি সব সময় আশাবাদী। আমাদের যদি আরও অভিজ্ঞতা থাকত তাহলে আমরা হয়তো ২-০ ব্যবধানে জিততাম।”

প্রধান কোচ মনে করেন, নিয়মিত খেলার মধ্যে থাকায় ক্রমশ শিখছে তার শিষ্যরা। পরিচিত হচ্ছে নতুন নতুন পরিস্থিতির সঙ্গে। রোববারই এমন এক পরিস্থিতিতে পড়ে বাংলাদেশ দল। ২৭৩ রানের লক্ষ্য তাড়ায় কোনো উইকেট না হারিয়ে ১০০ রান তুলে ফেলে ইংল্যান্ড।

“আগে এমন পরিস্থিতি আসত যেখান থেকে কিভাবে জিততে হয় আমরা জানতাম না। এখন তেমন পরিস্থিতি যখন আসে আমরা অনেক আত্মবিশ্বাসী থাকি।”