সাব্বিরের সঙ্গে ঝামেলায় স্টোকসের শাস্তি
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Oct 2016 08:20 PM BdST Updated: 30 Oct 2016 11:06 PM BdST
সাব্বির রহমানের সঙ্গে বার বার ঝামেলায় জড়ানোর জন্য শাস্তি পেতে হয়েছে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে।
মিরপুর টেস্টের তৃতীয় দিনে আইসিসির আচরণবিধি ভাঙায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে স্টোকসকে। একই সঙ্গে ইংলিশ অলরাউন্ডারের নামের পাশে যোগ হয়েছে একটি ‘ডিমেরিট’ পয়েন্ট।
ঘটনা তৃতীয় দিন সকালের। সাব্বির রহমান উইকটে যাওয়ার পর থেকেই গায়ে পড়ে তার সঙ্গে বচসায় জড়ান স্টোকস। আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আম্পায়াররা বারবার নিষেধ করার পরও বিতণ্ডায় জড়াতেই থাকেন স্টোকস।
আম্পায়াররা তখন অধিনায়ক অ্যালেস্টার কুককে বলেন স্টোকসকে থামাতে। কিন্তু তার পরও বিরত থাকেননি এই অলরাউন্ডার।
ম্যাচ শেষে অবশ্য ম্যাচ রেফারির আনা অভিযোগ মেনে নেন স্টোকস। আনুষ্ঠানিক শুনারির তাই আর প্রয়োজন হয়নি।
আগামী দু বছরের মধ্যে স্টোকস চারটি বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে সেটি রূপ নেবে কমপক্ষে দুটি সাসপেনশন পয়েন্টে। দুটি সাসপেনশন পয়েন্ট পেলে একটি টেস্ট বা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টির জন্য নিষিদ্ধ হবেন স্টোকস।
সর্বাধিক পঠিত
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- এমন উদ্ভট কথা ‘বলতেই পারেন না’ সিইসি