মিরাজ ‘ব্যতিক্রমী’ প্রতিভা

সিরিজ সেরা মেহেদী হাসান মিরাজকে প্রশংসায় ভাসিয়েছেন চন্দিকা হাথুরুসিংহে। প্রধান কোচের কাছে ১৯ বছর বয়সী তরুণ এই অফ স্পিন অলরাউন্ডার ব্যতিক্রমী এক প্রতিভা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2016, 02:02 PM
Updated : 30 Oct 2016, 05:08 PM

ইংল্যান্ডের বিপক্ষে ১০৮ রানে ঢাকা টেস্ট জিততে দুই ইনিংসেই ৬ উইকেট করে নেন মিরাজ। নিজের দ্বিতীয় টেস্টেই দেশের হয়ে টেস্টে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন তিনি।

ঢাকা টেস্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা মিরাজের শেখার আগ্রহে মুগ্ধ হাথুরুসিংহে।

“মিরাজ ভালো করার জন্য মুখিয়ে থাকে, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। সে তার খেলায় উদ্যমী। সে সব সময় আমার বা অন্য সব কোচের পাশে বসে থাকে, আমরা যা বলি তার প্রতিটি কথা সে শুনে। সে শেখার জন্য উন্মুখ।” 

অভিষেকে চট্টগ্রামে আলো ছড়ান মিরাজ। প্রথম ইনিংসে ৮০ রানে নেন ছয় উইকেট। বিশ্বের তৃতীয় স্পিনার হিসেবে নিজের প্রথম দুই টেস্টের তিন ইনিংসে পাঁচ উইকেট করে নেন এই ১৯ বছর বয়সী ক্রিকেটার।