যে কোনো পুঁজি নিয়ে লড়তে প্রস্তুত মিরাজ

দ্বিতীয় ইনিংসে সতীর্থদের কাছ থেকে দায়িত্বশীল ব্যাটিং আশা করছেন মেহেদী হাসান মিরাজ। তবে তরুণ এই অলরাউন্ডার জানিয়েছেন, যে কোনো পুঁজি নিয়ে লড়াই করতে তিনি প্রস্তুত।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2016, 02:08 PM
Updated : 29 Oct 2016, 02:36 PM

দ্বিতীয় দিনের খেলা শেষে ৭ উইকেট হাতে নিয়ে ১২৮ রানে এগিয়ে বাংলাদেশ। দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা মিরাজ জানান, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ভালো হলে স্পিনারদের জন্য কাজটা সহজ হবে।

“আমাদের ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করছে। আশা করি, পরের ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলবে। সবাই মিলে চেষ্টা করবো স্কোরটা যেন বড় হয়।”

“আমরা আমাদের শক্তির দিকটা জানি। সাকিব ভাই, তাইজুল ভাই দারুণ বোলিং করেছেন। যে স্কোরই হোক না কেন আমরা সেটা নিয়েই লড়াই করবো।”

ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৮২ রানে ৬ উইকেট নেওয়া ১৯ বছর বছর বয়সী অফ স্পিনার মিরাজ মনে করেন, ব্যাটসম্যানরা আরও মনোযোগী থাকলে দলকে ভালো সংগ্রহ এনে দেওয়া কঠিন হবে না।

“উইকেট যে খারাপ হচ্ছে তা কিন্তু না। আমাদের ব্যাটসম্যানরা আজকে ভালো ব্যাটিং করেছে। খুব ভালোভাবেই পরিস্থিতি সামাল দিয়েছে। আমার মনে হয় না, বল খুব বেশি টার্ন করছে। যদি একটু ফোকাস রাখা যায়, তাহলে আশা করা যায় ভালো কিছু করা যাবে।”