ব্যাটিংয়ে উন্নতির চেষ্টায় মিরাজ

মেহেদী হাসান মিরাজ বোলিংয়ে যতটা উজ্জ্বল ততটাই বিবর্ণ ব্যাটিংয়ে। এখন পর্যন্ত খেলা তিন ইনিংসেই আউট হয়েছেন ১ রান করে। ১৯ বছর বয়সী এই অলরাউন্ডার জানিয়েছেন, ব্যাটিংয়ে আরও উন্নতি করার জন্য পরিশ্রম করে যাচ্ছেন তিনি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2016, 01:13 PM
Updated : 29 Oct 2016, 02:36 PM

তিন ইনিংসে মিরাজের বোলিং ফিগার ৬/৮০, ১/৫৮, ৬/৮২। ব্যাট হাতে তিন বারই ১ রানে ফিরেন এলবিডব্লিউ হয়ে।

ব্যাটিংয়ে নিজের সামর্থ্য অনুযায়ী খেলতে না পেরে হতাশ মিরাজ। তবে বিশ্বমানের বোলিং আক্রমণের বিপক্ষে ভালো ব্যাটিং করতে কতটা খাটতে হবে তাও বুঝতে পেরেছেন তিনি।

“তিনটা ইনিংসেই এক রান করে আউট হয়ে গেছি। ক্রিকেট খেলায় এমন হতেই পারে। আমার মনে হয়, অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্য অনেক বেশি। আপনারা জানেন, এখানে অনেক বিশ্বমানের বোলারদের বিপক্ষে খেলতে হয়। ইংল্যান্ড টেস্টে বিশ্বমানের দল, ওদের বিশ্বমানের সব বোলার রয়েছে।”

“আমার চেষ্টা ছিল ব্যাটিংয়েও ভালো করার। দুর্ভাগ্যবশত হয়নি। চেষ্টা করছি ব্যাটিংয়ে উন্নতি করার।”