‘রিয়াদ ভাই থাকলে ভালো হতো’

দিনের শেষ বলে মাহমুদউল্লাহ রিয়াদের আউটে দিনটা নিজেদের করে নিতে পারেনি বাংলাদেশ। তরুণ অফ স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মনে করছেন, ওই আউটটা না হলে তাদের সব কিছু ঠিক থাকতো।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2016, 01:02 PM
Updated : 29 Oct 2016, 02:37 PM

মাহমুদউল্লাহ-ইমরুল কায়েসের জুটিতে প্রায় দ্রুত বাড়ছিল রান। লিড সবে একশ’ ছাড়িয়েছে; তৃতীয় দিনও দুই থিতু ব্যাটসম্যানের কাছে অনেক চাওয়া ছিল স্বাগতিকদের। কিন্তু ভালো দিনটিকে আরও ভালো হতে দেননি উইকেট বিলিয়ে আসা মাহমুদউল্লাহ।

দ্বিতীয় দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে আসা মিরাজের কণ্ঠে ঝরলো শেষ বলে উইকেট হারানোর আক্ষেপ।

“আমাদের সবকিছুই ঠিক ছিল কিন্তু আউটটাতেই ..। আউট হতেই পারে ব্যাটসম্যান। তাদের ভুল করার সুযোগ কিন্তু একটাই।”

“রিয়াদ ভাই অনেক ভালো ক্রিকেটার। অনেক অভিজ্ঞ ব্যাটসম্যান। আউট হতেই পারেন। তারপরও তিনি যদি থাকতেন আমাদের জন্য ভালো হতো। কিন্তু দুর্ভাগ্যবশত আউট হয়ে গেছেন। তারপরও আমাদের ব্যাটসম্যান যারা আছে সবাই চেষ্টা করবে ভালো কিছু করার জন্য।”

ইমরুলের সঙ্গে তৃতীয় উইকেটে ১৭.৫ ওভারে ৮৬ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ। এই জুটিতে ওভার প্রতি রান আসে ৪.৮২ করে।