লর্ডস টেস্টে ইংল্যান্ডের রান পাহাড়ের পর ইনিংস হার এড়াতে লড়ছে আয়ারল্যান্ড।
চা-বিরতির আগের ঘণ্টায় বদলে যায় খেলার দৃশ্যপট। পানি বিরতির সময় বাংলাদেশের স্কোর ছিল ২ উইকেটে ১৮৪ রান। সেখান থেকে চা-বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের স্কোর ২০৫/৬। ২১ রান তুলতেই নেই ৪ উইকেট।
চা-বিরতির আগে বেন স্টোকসের স্পেল ৬-২-৭-২। সে সময় অন্য প্রান্তে বোলিং করা মইনের স্পেলও দারুণ ১০-৩-২৪-৩।
“আমার মনে হয় না, উইকেট এতটা পরিবর্তন হয়েছে। আমরা প্রথম সেশনে ভালো বোলিং করতে পারিনি। এরপর স্টোকস এটা ঘুরিয়ে দিল। সেই আসল কাজটা করেছে। সে দারুণ নিয়ন্ত্রণ আর ভালো গতিতে বল করেছে। দুটি উইকেট পেয়েছে। সে আঁটসাঁট বোলিং করেছে। আমার দিক থেকে আমিও সব সময় আঁটসাঁট বোলিং করেছি।”
চা-বিরতির আর স্টোকস বোলিংয়ে আসেননি। ক্রিস ওকসকে নিয়ে ৩৬ মিনিটের মধ্যে বাংলাদেশের শেষ চার উইকেট তুলে নেন মইন। বাংলাদেশকে ২২০ রানে গুটিয়ে দিতে ৫৭ রানে ৫ উইকেট নেন এই অফ স্পিনার।