Published: 28 Oct 2016 06:39 PM BdST Updated: 28 Oct 2016 06:39 PM BdST
তামিম ইকবাল ও মুমিনুল হকের দাপুটে ব্যাটিংয়ে বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল অসাধারণ। তবে সেই শুরু ধরে রাখতে পারেননি পরের ব্যাটসম্যানরা। ১ উইকেটে ১৭১ রান থেকে স্বাগতিকদের প্রথম ইনিংস শেষ হয়েছে ২২০ রানে। অন্যদিকে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। বৃষ্টির জন্য যখন দিনের খেলা শেষ হয়েছে ১১.৩ ওভার আগেই, ইংল্যান্ডের রান তখন ৩ উইকেটে ৫০। ছবি: মোস্তাফিজুর রহমান
-
টেস্ট ক্যারিয়ারের অষ্টম টেস্ট শতক করার পর দর্শক অভিনন্দনের জবাব দিচ্ছেন তামিম ইকবাল। ১৪৭ বলে ১০৪ রান করে আউট হয়েছেন বাংলাদেশের এই উদ্বোধনী ব্যাটসম্যান।
-
রানের জন্য ছুটছেন তামিম ইকবাল ও মুমিনুল হক। ইমরুল কায়েস দ্রুত ফিরে যাওয়ার পর বাংলাদেশকে বিপর্যয়ে পড়তে দেননি এই দুই ব্যাটসম্যান। দ্বিতীয় উইকেটে ১৭০ রানের জুটি গড়েন তারা।
-
বেন স্টোকসের একটি বাউন্সার হেলমেটে লাগার পর মাঠে শুয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। তবে পরিচর্যার পর আবার ব্যাট করেন তিনি। ৪ রান করে আউট হয়েছেন বাংলাদেশের অধিনায়ক।
-
মইন আলির বলে মেহেদী হাসান মিরাজের বিরুদ্ধে ইংল্যান্ডের খেলোয়াড়দের এলবিডব্লিউর আবেদন। সফল এই আবেদনে শেষ হয়েছে মিরাজের ১ রানের ইনিংস।
-
অ্যালেস্টার কুকের বিরুদ্ধে বাংলাদেশের খেলোয়াড়দের এলবিডব্লিউর আবেদন। সফল এই আবেদনে শেষ হয় ইংল্যান্ড অধিনায়কের ১৪ রানের ইনিংস।
সাম্প্রতিক ছবিঘর
- মেট্রোরেল প্রকল্পের উত্তরা অংশ
- বসিলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ১৮ ফেব্রুয়ারি ২০১৯
- সরকারি হাসপাতালের ওষুধ দোকানে দোকানে!
- বই মেলায় বৃষ্টির ঝঞ্ঝাট
- পুড়ে ছাই ভেড়া মার্কেট বস্তি
- ইজতেমায় একাংশের আখেরি মোনাজাত
- ভালোবাসার দিন
- ১৭ ফেব্রুয়ারি ২০১৯
- ভালোবাসা দিবসে বইমেলা
- বিশ্ব ইজতেমা শুরু
- ১৫ ফেব্রুয়ারি ২০১৯
- ০৫ অগাস্ট ২০১৮
- স্বাভাবিক হচ্ছে সোহরাওয়ার্দী