চট্টগ্রাম ছিল কুকের কঠিনতম অভিজ্ঞতা

টার্নিং বল খেলা এমনিতেই কঠিন। সেটি যদি হয় জোরের ওপর টার্ন, কাজটা হয়ে দাঁড়ায় আরও কঠিন। চট্টগ্রাম টেস্ট সেই চ্যালেঞ্জই ছুঁড়ে দিয়েছিল ব্যাটসম্যানদের। অ্যালেস্টার কুকের কাছে যেটি সবচেয়ে কঠিন অভিজ্ঞতা। মিরপুর টেস্টে ইংলিশ অধিনায়ক ও ওপেনার চান শুরুটা ভালো করতে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2016, 11:43 AM
Updated : 27 Oct 2016, 12:57 PM

ইংলিশ ব্যাটসম্যানরা ঐতিহ্যগতভাবে স্পিনে খানিকটা নড়বড়ে হলেও এশিয়ায় কুকের রেকর্ড দুর্দান্ত। বাংলাদেশে সবশেষ সফরেও দুই টেস্টে করেছিলেন দুটি সেঞ্চুরি। তবে এবার হয়েছে অন্য অভিজ্ঞতা। প্রথম টেস্টে কুক আউট হয়েছেন ৪ ও ১২ রানে।

শুধু কুক নন, বাংলাদেশের স্পিনে দুই ইনিংসেই সুবিধে করতে পারেনি ইংল্যান্ডের টপ অর্ডার। প্রথম ইনিংসে ৩ উইকেট পড়েছে ২১ রানে, দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট ২৮ রানে।

মিরপুর টেস্টে তাই শুরুটা ভালো করার তাগিদ শোনা গেল কুকের কণ্ঠে।

“টপ অর্ডারে আমরা দ্রুত উইকেট হারিয়েছি আগের টেস্টে। কাজটা খুব কঠিন ছিল। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে যতটা মনে পড়ে, সবচেয়ে কঠিন ছিল। বল একই সঙ্গে স্কিড ও স্পিন করছিল। আশা করি এবার আমরা শুরুটা ভালো করতে পারব। আশা করি, টপ অর্ডারে কেউ একজন সেঞ্চুরি করবে।”