সাব্বিরের অসুস্থতা নিয়ে শঙ্কা নেই

জ্বর ও পেটের ব্যথা নিয়ে চট্টগ্রাম টেস্ট খেলেছেন সাব্বির রহমান। অসুস্থতা নিয়েই ব্যাট করেছেন দুই ইনিংসে। চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছেনও ব্যথাটা সঙ্গী করে। তবে আপাতত ব্যথা কমেছে। পরীক্ষায় গুরুতর কিছু ধরাও পড়েনি। মিরপুর টেস্টে সাব্বিরকে পাওয়া নিয়ে শঙ্কা আছে সামান্যই।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2016, 10:22 AM
Updated : 27 Oct 2016, 10:47 AM

ব্যথা নিয়েই চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে বীরোচিত এক ইনিংস খেলেছেন সাব্বির। এই ব্যথা তাকে ভুগিয়েছে আগেও। চট্টগ্রামে তাকে চিকিৎসক দেখানো হয়েছিল। ঢাকায় ফেরার পর আরেক দফা চিকিৎসকের কাছে নেওয়া নয়, নানা পরীক্ষা করা হয়।

বুধবার দলের অনুশীলনে ছিলেন না সাব্বির। তবে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানালেন, শঙ্কার তেমন কিছু নেই।

“সাব্বিরের সমস্যাটি মূলত গ্যাস্ট্রিকের সমস্যা। আমরা যে রকম ভাবছিলাম, সে রকম গুরুতর কিছু ধরা পড়েনি। আজকেই এন্ডোস্কপি করানো হয়েছে। সাধারণ গ্যাস্ট্রিকের ব্যথাই। খাদ্যাভ্যাসসহ কিছু ব্যাপারে ডাক্তার ওকে পরামর্শ দিয়েছেন, সেসব মেনে চলতে হবে।”

“এন্ডোস্কপি করানো হয়েছে বলেই আজকে অনুশীলনে নেই। এমনিতে ব্যথা অনেক কমে গেছে। কালকেই সে পুরোপুরি অনুশীলন করতে পারবে বলে আশা করছি।”

সাব্বিরের অসুস্থতার কারণেই মূলত মিরপুর টেস্টের স্কোয়াডে কাভার হিসেবে রাখা হয়েছে মোসাদ্দেক হোসেনকে।