ইয়াসিরের স্পিনে আবু ধাবি টেস্টের নিয়ন্ত্রণ পাকিস্তানের

ইয়াসির শাহর লেগ স্পিনে ভর করে তৃতীয় দিন শেষে আবু ধাবি টেস্টের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজকে ফলোঅন না করিয়ে মিসবাহ উল হকের দল বাড়িয়ে নিচ্ছে লিড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2016, 04:31 PM
Updated : 23 Oct 2016, 04:34 PM

ওয়েস্ট ইন্ডিজের ইনিংস পথ হারায় আগের দিনই। আবু ধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে রোববার ৪ উইকেটে ১০৬ রান নিয়ে ব্যাট করতে নেমে ২২৪ রানেই গুটিয়ে যায় জেসন হোল্ডারের দলের প্রথম ইনিংস। তৃতীয় দিন শেষে ৩৪২ রান এগিয়ে পাকিস্তান।

আগের দিন ১ উইকেট পাওয়া ইয়াসির তৃতীয় দিন তুলে নেন ওয়েস্ট ইন্ডিজের তিন ব্যাটসম্যানকে। ৪ উইকেট নিতে তিনি খরচ করেন ৮৬ রান।

২২৮ রান এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা পাকিস্তান ১ উইকেট হারিয়ে ১১৪ রান নিয়ে দিনের খেলা শেষ করে। ১০২ বলে ৫২ রান করে উইকেটে আছেন উদ্বোধনী ব্যাটসম্যান আজহার আলি। তার সঙ্গী আসাদ শফিকের রান ৫।

১১১ বলে ৫টি চারে ৫০ রান করে শ্যানন গ্যাব্রিয়েলের বলে আউট হয়ে ফেরেন সামি আসলাম।

দিনের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। কোনো রান না নিয়ে ব্যাট করতে নামা জার্মেইন ব্ল্যাকউডকে ৮ রানে ফেরান রাহাত আলি। ৪৫ রান ৩ উইকেট নেন এই পেসার।

ব্ল্যাকউডের পর একে একে ফিরে যান দেবেন্দ্র বিশু, রোস্টন চেইজ, সাই হোপ ও কামিন্স। ফলোঅন এড়ানোর লক্ষ্যে দশম উইকেটে প্রতিরোধ গড়েছিলেন হোল্ডার ও গ্যাব্রিয়েল। ইয়াসিরের বলে গ্যাব্রিয়েল আউট হয়ে ফিরলে ভাঙে ৬.৪ ওভার স্থায়ী ২৭ রানের জুটি।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ৪৫২

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: (আগের দিনের ১০৬/৪) ৯৪.৪ ওভারে ২২৪ (জনসন ১২, ব্রাভো ৪৩, ব্র্যাথওয়েইট ২১, স্যামুয়েলস ৩০, বিশু ২০, ব্ল্যাকউড ৮, চেইজ ২২, হোপ ১১, হোল্ডার ৩১*, কামিন্স ৩, গ্যাব্রিয়েল ১৩; রাহাত ৩/৪৫, সোহেল ২/৩৫, বাবর ০/৩৯, শফিক ০/২, ইয়াসির ৪/৮৪, নওয়াজ ০/৮)।

পাকিস্তান ২য় ইনিংস: ৩৯ ওভারে ১১৪/১ (আসলাম ৫০, আজহার ৫২*, শফিক ৫*; গ্যাব্রিয়েল ১/২১, কামিন্স ০/৫, ব্র্যাথওয়েট ০/২৭, বিশু ০/৪৫, হোল্ডার ০/১১)।