সাব্বিরকে প্রচণ্ড চাপে রাখবে ইংল্যান্ড

সাব্বির রহমানের ব্যাটিংয়ে মুগ্ধ প্রতিপক্ষও। তবে এই মুগ্ধতায় বুঁদ হয়ে থাকলে তো হাতছাড়া হবে জয়! ইংলিশরা খুঁজছে সাব্বিরকে সরানোর উপায়। স্টুয়ার্ট ব্রডের ঘোষণা, শেষ দিন সকালে প্রচণ্ড চাপে রাখা হবে সাব্বিরকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2016, 03:40 PM
Updated : 23 Oct 2016, 03:43 PM

ইংল্যান্ড আর জয়ের মাঝে সবচেয়ে বাধা এখন সাব্বিরই। বাংলাদেশের স্বপ্নও লুকিয়ে তার ব্যাটে।

মুশফিকের সঙ্গে সাব্বিরের ৮৭ রানের জুটি বাংলাদেশকে এগিয়ে নিয়েছিল জয়ের পথে। মুশফিক ফিরে গেলেও টিকে আছেন সাব্বির, অপরাজিত ৫৯ রানে।

আরেক প্রান্তে লোয়ার অর্ডারের দুটি উইকেট নিলেও জিতে যাবে ইংল্যান্ড। প্রয়োজন মাত্র ৩৩ বলেই ইংলিশরা জানে, এই রানটা এনে দিতে পারেন সাব্বির।

দিন শেষে সংবাদ সম্মেলনে মুগ্ধতার কথা জানিয়ে স্টুয়ার্ট ব্রড দিয়ে রাখলে প্রচ্ছন্ন হুমকিও।

“সাব্বির দারুণ খেলেছে। মুশফিকের সঙ্গে তার জুটি ছিল দারুণ। ধীরস্থির থেকে রান করার সুযোগগুলো কাজে লাগিয়েছে ওরা। এই ম্যাচটা শেষ পর্যন্ত টেনে নিয়েছে সে।”

“আজকে সে দারুণভাবে দাঁড়িয়ে গেছে। তবে কালকে আমাদের উচিত ওকে প্রচণ্ড চাপে রাখা। পুরোটা সময় স্টাম্পে বোলিং করে যাওয়ার দায়িত্ব আমাদের বোলারদের। বাংলাদেশের দুটি ভুলই আমাদের উপহার দেবে জয়।”