ব্রডের সেরা পাঁচে চট্টগ্রাম টেস্ট

চট্টগ্রাম টেস্টে ব্যাটে-বলের লড়াইয়ে মুগ্ধ স্টুয়ার্ট ব্রড। ইংলিশ পেসার রোমাঞ্চকর লড়াইয়ে দেখছেন টেস্ট ক্রিকেটের জয়গান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2016, 03:23 PM
Updated : 23 Oct 2016, 03:23 PM

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের শেষ দিন ইংল্যান্ডের চাই ২ উইকেট, বাংলাদেশের প্রয়োজন ৩৩ রান। ক্রিজে আছেন সাব্বির রহমান ও তাইজুল ইসলাম, অপেক্ষায় শফিউল ইসলাম।

ম্যাচ শেষে সাংবাদিকদের ব্রড বলেন “আমার মনে হয় এটা দারুণ একটা টেস্ট ম্যাচ। দুই দলের খেলোয়াড়রাই তাদের দক্ষতা দেখিয়েছে। রোমাঞ্চকর ক্রিকেটের দিক থেকে এটা আমার খেলা সেরা পাঁচ টেস্টের একটি।”

“বাংলাদেশ অসাধারণ ক্রিকেট খেলেছে। আমি মনে করি, বাংলাদেশ তাদের পারফরম্যান্সে গর্বিত হবে। এই কন্ডিশনে নিজেদের দক্ষতা কাজে লাগাতে পেরে আমরাও গর্বিত। এখানে ছয় বছরের মধ্যে এটাই আমাদের প্রথম টেস্ট।”

৯৯তম টেস্ট খেলা ব্রড মনে করেন, দুটি ভালো বল বা ব্যাটসম্যানদের দুটি বাজে শটই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে।  

“সবচেয়ে ভালো হতো যদি আজই খেলা শেষ করা যেত। তবে দল হিসেবে আমরা খুব হতাশ নই। প্রত্যক দিন সকালের সেশনে কয়েকটি উইকেট পাওয়া যায়। বাংলাদেশের দুটি ভুলে ম্যাচ আমাদের হয়ে যাবে।”