‘সাকিব সবচেয়ে বেশি হতাশ’

ম্যাচ জয়ের সম্ভাবনা টিকে আছে এখনও। তবু ঘিরে ধরছে একটা আক্ষেপ, প্রথম ইনিংসের ৪৫ রানে লিড যদি না পেত ইংল্যান্ড! সেই আফসোস টেনে আনছে সাকিব আল হাসানের সেই শটটিও।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2016, 02:46 PM
Updated : 23 Oct 2016, 02:46 PM

লিড পেতে তৃতীয় দিন সকালে সাকিবের ব্যাটের দিকে তাকিয়ে ছিল দল। কিন্তু ৩১ রানে অপরাজিত সাকিব ফিরেছিলেন দিনের দ্বিতীয় বলেই। মইন আলিকে বেরিয়ে এসে তেড়েফুঁড়ে মারতে গিয়ে স্টাম্পড। 

সাকিবের বিদায়ের পরই ভেঙে পড়ে দলে ইনিংস। লিডের আশায় থাকা দল উল্টো ইংল্যান্ডকেই উপহার দেয় ৪৫ রানের লিড।

চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনেও ফিরে এল সাকিবের আগের দিনের শট। কোচ চন্দিকা হাথুরুসিংহেও খুঁজে পাননি জুতসই ব্যখ্যা।

“আমি নিশ্চিত, আরও ভালো খেলার যথেষ্ট সুযোগ সাকিব ওই সময় নিজেকে দেয়নি। দিনের দ্বিতীয় বলেই অমন শট… তবে আমি নিশ্চিত, আমাদের সবার মতো, সাকিবও সবচেয়ে বেশি হতাশ হয়েছে।”

বল হাতে পরে ৫ উইকেট নিয়েছেন সাকিব। তবে ব্যাটিংয়ে বড় কিছু করতে পারেননি দ্বিতীয় ইনিংসেও। ফিরেছেন ২৪ রান করে।