‘২০ উইকেট নেওয়ার সামর্থ্য আছে বাংলাদেশের’

জিম্বাবুয়ে ছাড়া সাম্প্রতিক সময়ে কোনো দলকে দুইবার অলআউট করতে পারেনি বাংলাদেশ। তবে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মনে করছেন, ইংল্যান্ডের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য তার সতীর্থদের রয়েছে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2016, 10:34 AM
Updated : 18 Oct 2016, 04:05 PM

ইংল্যান্ড সিরিজে টেস্ট জেতার জন্য ২০ উইকেট নেওয়া সম্ভব কি না তা নিয়ে নিশ্চিত নন খোদ কোচ চন্দিকা হাথুরুসিংহে। তবে সতীর্থ বোলারদের ওপর আস্থা আছে সাকিবের।

“উইকেটের উপর অনেক কিছু নির্ভর করবে। আমরা দেশের মাটিতে যখন খেলি সাধারণত চেষ্টা করা হয় ফ্ল্যাট উইকেট বানানোর, যাতে করে ব্যাটসম্যানরা রান করে।”

“যদি কখনও স্পিনার কিংবা পেসারদের সুযোগ দেওয়া হয় আমার মনে হয়, আমাদের বোলারদের ২০ উইকেট নেওয়ার যোগ্যতা আছে। এখন যদি ফ্ল্যাট উইকেট বানিয়ে দেওয়া হয়, সেখানে বোলারদের পক্ষে উইকেট নেওয়া সম্ভব হবে না।”

সাকিব জানান, নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রেখে কেবল জয়ের কথা মাথায় রেখেই প্রস্তুত হচ্ছেন তারা।

“অবশ্যই জেতার জন্য খেলব। তার জন্য আমাদের অবশ্যই ভালো ক্রিকেট খেলতে হবে। সেটা আমরা জানি। ওভাবেই প্রস্তুতি নিচ্ছি।”

আগামী বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।