বাংলাদেশের মেয়েদের কোচ ক্যাপেল

১৯৯৬ সালে বাংলাদেশে এসেছিলেন এমসিসির হয়ে খেলতে। ডেভিড ক্যাপেল এবার বাংলাদেশে আসছেন ভিন্ন এক ভূমিকায়। বাংলাদেশের মেয়েদের জাতীয় দলের নতুন কোচ সাবেক এই ইংলিশ অলরাউন্ডার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2016, 04:03 PM
Updated : 15 Oct 2016, 04:04 PM

আশির দশকের শুরুতে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলা শুরু ক্যাপেলের। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ১৯৮৭ সালে। এই পেস বোলিং অলরাউন্ডারকে ইংল্যান্ড ভাবছিল ইয়ান বোথামের উত্তরসূরি হিসেবে। কিন্তু সেই সম্ভাবনার প্রতিফলন পড়েনি পারফরম্যান্সে। ১৫ টেস্ট আর ২৩ ওয়ানডেতেই থেমে গেছে আন্তর্জাতিক ক্যারিয়ার।

নর্দাম্পটনশায়ারের হয়ে কাউন্টিতে অবশ্য বর্ণাঢ্য কারিয়ার তার। প্রথম শ্রেণির ক্রিকেটে উইকেট নিয়েছেন ৫৪৬টি, রান ১২ হাজারের বেশি। ক্রিকেট ক্যারিয়ার শেষে নর্দাম্পটনে চালু করেন ক্রিকেট একাডেমি। ২০০৬ সালে দায়িত্ব নেন কাউন্টি দলটির প্রধান কোচের। ছিলেন টানা ২০১২ সাল পর্যন্ত।

২০১৩ সালে দায়িত্ব পান ইংল্যান্ড মেয়েদের জাতীয় দলের সহকারী কোচের। দু বছরের দায়িত্বে সাফল্য পেয়েছেন অনেক। এবার বাংলাদেশে এলেন মেয়েদের মূল কোচের দায়িত্ব নিয়ে।

৫৩ বছর বয়সী ক্যাপেল শিগগিরই আসবেন বাংলাদেশে। আগামী মাসে থাইল্যান্ডে হতে যাওয়া এশিয়া কপের প্রস্তুতি নিচ্ছে এখন মেয়েরা। ইসিবির লেভেল ৪ কোর্স করা এই কোচের সঙ্গে বাংলাদেশের চুক্তি আগামী ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কায় মেয়েদের বিশ্বকাপের বাছাইপর্ব পর্যন্ত। ১০ দলের বাছাইপর্বের সেরা চার দল আগামী জুনে খেলবে ইংল্যান্ডের বিশ্বকাপে।

গত মে মাসে শ্রীলঙ্কার চাম্পিকা গামাগের বিদায়ের পর কদিন আগে আয়ারল্যান্ড সফরে বাংলাদেশের মেয়েদের দায়িত্বে ছিলেন সরওয়ার ইমরান।