ওয়ার্নারের সঙ্গে তর্কে জড়ানোয় তাহিরের শাস্তি

আচরণবিধি ভাঙায় দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহিরকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2016, 12:15 PM
Updated : 13 Oct 2016, 12:22 PM

আর ‘স্লো ওভার রেট'’ এর কারণে জরিমানার মুখে পড়েছে দক্ষিণ আফ্রিকা দলের সবাই।

বুধবার কেপটাউনের নিউল্যান্ডসে হওয়া দক্ষিণ আফ্রিকা- অস্ট্রেলিয়ার পাঁচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের সঙ্গে বারবার তর্কে জড়িয়ে পড়ছিলেন তাহির। ৩৭ বছর বয়সী এই বোলারকে বারবার বিরত থাকতে বলেন আম্পায়াররা। কিন্তু তাদের কথার প্রতি যথেষ্ট সম্মান না দেখানোয় শাস্তি পেলেন তিনি।

তাহিরের ডিসিপ্লিনারি রেকর্ডে দুটি ‘ডিমেরিট’ পয়েন্টও যোগ হয়েছে। আগামী দুই বছরের মধ্যে তার পয়েন্ট বেড়ে ৪ বা তার বেশি হলে তা রুপান্তর হয়ে কমপক্ষে দুটি ‘সাসপেনশন’ পয়েন্ট হয়ে যাবে। সে ক্ষেত্রে পরের এক বা একাধিক ম্যাচ নিষিদ্ধ হবেন তিনি।

দুটি সাসপেনশন পয়েন্ট মানে এক টেস্ট অথবা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হওয়া, যা নির্ভর করবে কোন সংস্করণের ম্যাচ আগে আসবে তার উপর।

আর বুধবারের ম্যাচে নির্ধারিত সময়ে দক্ষিণ আফ্রিকা এক ওভার বল কম করায় দলটির অধিনায়ক ফাফ দু প্লেসিকে ম্যাচ ফির ২০ শতাংশ ও বাকি খেলোয়াড়দের ১০ শতাংশ করে জরিমানা করা হয়েছে।

ইমরান তাহির ও দু প্লেসি ম্যাচ রেফারি ক্রিস ব্রডের দেওয়া শাস্তি মেনে নেওয়ায় এ বিষয়ে কোনো শুনানির প্রয়োজন হয়নি।

বুধবারের ম্যাচটি ৩১ রানে জিতে সিরিজ ৫-০ তে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করেছে দক্ষিণ আফ্রিকা।