শেষ ম্যাচ থেকেও প্রাপ্তির অনেক কিছু দেখছেন বাংলাদেশের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।
বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ইনিংসে দারুণ সহায়তা পেয়েছিলেন ইংল্যান্ডের স্পিনাররা। ২০১৪ বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা থেকে অতিথি দল জানত, এতটা সহায়তা পাবে না বাংলাদেশের স্পিনাররা।
“২০১৪ বিশ্বকাপে যখন খেলেছিলাম তখন আমরা মাঠে অনেক শিশির দেখেছিলাম। আমরা জানতাম পরের ইনিংসে বল স্কিড করবে। জানতাম পরে ব্যাট করাটা সহজ হবে।”
লক্ষ্য তাড়ায় দলকে ভালো সূচনা এনে দেওয়া টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের প্রশংসা করেছেন বাটলার।
“আমাদের ভালো শুরু দরকার ছিল। জুটি গড়া দরকার ছিল। আমরা তা ভালোভাবেই করতে পেরেছি।”
৪ উইকেটে বাংলাদেশকে হারিয়ে স্বাগতিকদের জয়রথ থামায় ইংল্যান্ড। টানা ছয় সিরিজ জেতার পর হারে মাশরাফি বিন মুর্তজার দল।