ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে মাশরাফি

আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজে দারুণ বোলিং করা মাশরাফি বিন মুর্তজা উঠে এসেছেন আইসিসি ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ের নবম স্থানে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2016, 10:57 AM
Updated : 14 Oct 2016, 04:58 AM

ক্যারিয়ার সেরা নবম স্থানে উঠে আসতে বাংলাদেশের শেষ দুটি সিরিজ মিলিয়ে ১২ উইকেট নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। ইংল্যান্ড সিরিজ শেষে মাশরাফির রেটিং পয়েন্ট ৬২৩। ছয় ধাপ এগিয়ে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে সেরা দশে আছেন তিনি।

৬৬০ রেটিং পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছেন সাকিব আল হাসান। বাঁহাতি এই স্পিনার পিছিয়েছেন দুই ধাপ। তবে ওয়ানডেতে অলরাউন্ডারদের শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি।

সুনিল নারাইনকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন নিউ জিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।

উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল এক ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে আছেন ২২ নম্বরে। ছয় ধাপ এগিয়ে ৪২ নম্বরে উঠে এসেছেন মাহমুদউল্লাহ।

সেরা ২০-এ বাংলাদেশের প্রতিনিধি একজনই। এক ধাপ পিছিয়ে ১৯ নম্বরে আছেন মুশফিকুর রহিম।