‘পয়মন্ত’ মাঠে ভুল শোধরানোর আশা মাশরাফির

দেশের মাটিতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই বাংলাদেশের রেকর্ড সবচেয়ে উজ্জ্বল। এই মাঠে শেষ আট ওয়ানডের মাত্র একটিতে হেরেছে তারা। ‘পয়মন্ত’ ভেন্যুতে সতীর্থদের ভুল শুধরে সেরা ক্রিকেট খেলার আহ্বান জানিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2016, 12:09 PM
Updated : 11 Oct 2016, 12:42 PM

চট্টগ্রামে এ পর্যন্ত ১৬টি ওয়ানডে খেলে ১০টিতেই জিতেছে বাংলাদেশ। শেষ ৮ ম্যাচের মাত্র একটিতে হেরেছে স্বাগতিকরা।

২০১১ সালের পর চট্টগ্রামে কোনো ম্যাচে হারেনি বাংলাদেশ। গত বছর দক্ষিণ আফ্রিকাকে এখানেই হারিয়ে সিরিজ জিতেছিল মাশরাফির দল।

এবারও একই পরিস্থিতি, প্রিয় ভেন্যু নিশ্চয়ই অনুপ্রাণিত করছে ক্রিকেটারদের।মাশরাফিও স্বীকার করেলেন, কোনো মাঠে রেকর্ড ভালো হলে সেখানে খেলার সময় খেলোয়াড়রা মানসিকভাবে চাঙা থাকেন।

“অনেক সময় কোনো মাঠে রেকর্ড ভালো থাকলে সেটা মানসিকভাবে এগিয়ে রাখে। সেটা হলে আমাদের যারা এই মাঠে আগে ভালো করেছে, তাদের জন্য ভালো হবে।” 

তবে বৃষ্টির জন্য এবার পরিস্থিতি একটু ভিন্ন হবে বলে মনে করেন অধিনায়ক।

“উইকেটের ওপর অনেক কিছু নির্ভর করে। তাই উইকেট দেখার পর বুঝে পরিকল্পনা করতে হবে। বৃষ্টি এলে পরিকল্পনা বদলে যাবে। এখনই কিছু বলা যাচ্ছে না।”

ভালো খেলার রেকর্ড মাথায় আছে মাশরাফির। তবে এটাকে পরের ম্যাচে ভালো খেলার নিশ্চয়তা হিসেবে দেখেন না বাংলাদেশের অধিনায়ক।

“এই মাঠে আমাদের রেকর্ড অবশ্যই ভালো। তবে সেটা ধরে নিয়ে তো ম্যাচ খেলতে নামা যায় না। প্রতিটি ম্যাচ নতুন শুরু। আমরা যেভাবে খেলছি, সেভাবে খেলতে চাই। এবং দুটো ম্যাচের ভুলগুলো শোধরাতে চাই।”