অহেতুক চাপ নিতে চায় না বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটি জিততে মরিয়া বাংলাদেশ। তবে সেটা কেবলই ক্রিকেটীয় কারণে, সিরিজ জয়ের তৃষ্ণায়। আগের ম্যাচের বিতর্কের রেশ টেনে এনে নিজেদের ওপর চাপ বাড়াতে চান না মাশরাফি বিন মুর্তজা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2016, 12:01 PM
Updated : 11 Oct 2016, 12:41 PM

রোববারের ম্যাচে এবং ম্যাচের পর নানা ঘটনার রেশ চলছে এখনও। ম্যাচের পর শুরু হওয়া বিতর্কের ঝড় এখনও দিয়ে যাচ্ছে তীব্র হাওয়া। সিরিজ নির্ধারনী ম্যাচের আগের দিনও দুই দলের সংবাদ সম্মেলনে বেশি আলোচনা আগের ম্যাচ নিয়ে।

তবে বাংলাদেশ আর দশটা ম্যাচের মতোই থাকবে শেষ ম্যাচে, জানালেন মাশরাফি।

“আমাদের দিক থেকে চেষ্টা করব স্বাভাবিক থাকতে, ক্রিকেটে মন দিতে। প্রতিটি ম্যাচের মতোই শুরু করব আমরা। আমরা আশা করব মাঠে তেমন কিছু হবে না, ভালো একটি ম্যাচ হবে।”

মাশরাফির আগে সংবাদ সম্মেলনে এসে ইংল্যান্ড অলরাউন্ডার মইন আলি বলে গেছেন, গত ম্যাচের ঘটনার পর ইংল্যান্ডের কজন ক্রিকেটার মরিয়া হয়ে চাইবে শেষ ম্যাচ জিততে, বিশেষ করে অধিনায়ক জস বাটলার।

মইনের কথা শুনে মাশরাফিও জানালেন জয়ের তৃষ্ণার কথা, তবে ভিন্ন কারণে।

“আমরাও জিততে অবশ্যই মরিয়া থাকব। আমরা এখানে খেলতেই এসেছি। আমাদেরও চেষ্টা থাকবে জেতা। তবে যদি কেউ বাইরের কিছু নিয়ে জিততে চায়, আমি বলব স্রেফ অপ্রয়োজনীয় চাপ নেওয়া হবে। আমরা আমাদের খেলাটা নরম্যাল খেলতে পারলেই হবে। অন্য কিছু ভাবছি না।”