বৃষ্টি নিয়ে দুর্ভাবনায় মাশরাফি

বৃষ্টির জন্য টানা তিন দিন ধরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট ঢাকা। তাই ম্যাচে উইকেট কেমন আচরণ করতে পারে তা নিয়ে সংশয়ে আছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2016, 11:42 AM
Updated : 11 Oct 2016, 03:51 PM

বুধবার চট্টগ্রামের এই মাঠেই হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে। বৃষ্টির জন্য তার আগের দিন মাঠেই নামতে পারেনি বাংলাদেশ ও ইংল্যান্ড দল। দুই দলই প্রস্তুতি সারে ইনডোরে।

অধিনায়ক মাশরাফি জানান, বৃষ্টির জন্য একাদশ ঠিক করাসহ অনেক ব্যাপারেই সিদ্ধান্ত নিতে অপেক্ষা করতে হচ্ছে তাদের।     

“বৃষ্টি তো অবশ্যই চিন্তার ব্যাপার। কালকে আবহাওয়া কেমন থাকবে বা কি হবে, সেটা ভাবতে হবে। এখনই বোঝা বা সিদ্ধান্ত নেওয়া কঠিন। কালকে মাঠের পরিস্থিতির ওপর নির্ভর করছে।”

মাশরাফি জানান, বৃষ্টি হলে নানা হিসাব-নিকাশের ঝক্কির মধ্য দিয়ে যেতে হয়।

“বৃষ্টি হলে টস একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। খেলা চলার সময় বৃষ্টি হয়ে খেলা বন্ধ থাকলে নানা হিসাব করতে হয়।”

উইকেট সম্পর্কে তাই কোনো ধারণাই নিতে পারেননি বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

গত বছরের জুলাইয়ে চট্টগ্রামে নিজেদের শেষ ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। লম্বা বিরতির পর উইকেট কি আচরণ করবে তা নিয়েও সংশয় আছে অধিনায়কের।   

“পিচ তো শেষ দুই দিন ধরে ঢাকা। (বৃষ্টির জন্য) এখনও উইকেট দেখার সুযোগ নেই। (কেমন আচরণ করবে) বলতে পারছি না।”

“যদি এরকম চলতে থাকে, গুরুত্বপূর্ণ সময়ে যারা ঠিক সিদ্ধান্ত নেবে, ম্যাচ হয়ত তাদের দিকে হেলে পড়বে।”

আবহাওয়া বার্তায় অবশ্য কোনো সুখবর নেই। পূর্বাভাসে বুধবার চট্টগ্রামে ৭২ শতাংশ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে বৃষ্টি থামলে খেলা শুরু করতে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা অসাধারণ। তিন দিনের টানা বৃষ্টির মধ্যেও আউটফিল্ডে পানি জমেনি।