জিম্বাবুয়ের কোচ হলেন স্ট্রিক

বরখাস্ত হওয়া ডেভ হোয়াটমোরের জায়গায় বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিককে জিম্বাবুয়ে দলের দায়িত্ব দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2016, 11:13 AM
Updated : 11 Oct 2016, 11:13 AM

জিম্বাবুয়ে দলের দায়িত্ব পালনের পাশাপাশি আইপিএলের দল গুজরাট লায়ন্সের বোলিং কোচ হিসেবেও কাজ করে যাবেন স্ট্রিক। দেশটির সাবেক এই অধিনায়কের মূল চ্যালেঞ্জ হবে ২০১৯ বিশ্বকাপে জিম্বাবুয়েকে জায়গা পাইয়ে দেওয়া।

গত জুনে হোয়াটমোর বরখাস্ত হওয়ার পর অন্তবর্তী কোচ হিসেবে জিম্বাবুয়ের দায়িত্বে ছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক বোলার মাখায়া এনটিনি। ধারণা করা হচ্ছে, সাবেক এই পেসার দেশটির বোলিং কোচ হিসেবে থাকবেন। আর দক্ষিণ আফ্রিকার সাবেক খেলোয়াড় ল্যান্স ক্লুজনার থাকবেন ব্যাটিং পরামর্শক হিসেবে।

ঘরের মাঠে ২৯ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে জিম্বাবুয়ের প্রধান কোচ হিসেবে অভিষেক হবে ২০১৪ থেকে ২০১৬ সালের মে পর্যন্ত বাংলাদেশের বোলিং কোচের দায়িত্বে থাকা স্ট্রিকের। দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি আগামী ৬ নভেম্বর থেকে।