‘রিয়াদকে দলের সবাই শ্রদ্ধা করে’

দলের বিপদে সব সময়ই এগিয়ে আসা মাহমুদউল্লাহ রিয়াদকে প্রশংসায় ভাসিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের অধিনায়ক জানিয়েছেন, দলের সবাই শ্রদ্ধার চোখে দেখেন মিডলঅর্ডার এই ব্যাটসম্যানকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2016, 10:45 AM
Updated : 11 Oct 2016, 12:46 PM

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৮৮ বলে ৭৫ রানের ঝকঝকে এক ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। ব্যাটে-বলের দারুণ পারফর‌ম্যান্সে ৩৪ রানে জেতা ম্যাচে সবটুকু আলো কেড়ে নেন মাশরাফি। দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়া দলকে শুরুতে পথ দেখানো মাহমুদউল্লাহর ইনিংস অধিনায়কের কাছে অসাধারণ।

“রিয়াদের ইনিংসটি আমি বলব, অবিশ্বাস্য একটা ইনিংস ছিল। দলের ওইরকম পরিস্থিতিতে চাপের মধ্যে যেভাবে ব্যাট করেছে, আর কেউ করতে পারেনি। দলকে একটা জায়গায় নিয়ে গিয়েছিল রিয়াদ, তারপর আমরা সেখান থেকে চেষ্টা করেছি।” 

শেষ ছয় ইনিংসে তিনটি অর্ধশতক করা মাহমুদউল্লাহর কাছ থেকে এমন ব্যাটিং চান অধিনায়ক। 
“সাম্প্রতিক ফর্মও ওর ভালো। ভালো করছে। দলের অনেক খারাপ সময়ে নেমে ভালো খেলেছে রিয়াদ। আশা করি, এভাবেই খেলে যাবে।”

“দলে আমরা সবাই তাকে কৃতিত্ব দিয়েছি এবং দেই। দলে সবাই ওকে অন্যরকম শ্রদ্ধা করে। ভবিষ্যতেও সম্মান পাবে দলে। আমাদের জন্য অনেক ভাইটাল ক্রিকেটার।”