বাংলাদেশকে ফেভারিট ভাবছেন না মাশরাফি

ইংল্যান্ড সিরিজে এখনও নিখুঁত ক্রিকেট খেলতে পারেনি বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করছেন, সিরিজে তার দল ‘ফেভারিট’ নয়। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2016, 10:28 AM
Updated : 11 Oct 2016, 12:42 PM

মাশরাফির অলরাউন্ড নৈপুণ্যে দ্বিতীয় ওয়ানডেতে ৩৪ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা আনে বাংলাদেশ। টানা সপ্তম সিরিজ জিততে বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলবে দলটি।

ম্যাচের আগে দিন সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, তাদের ভাবনায় কেবল নিজেদের সেরাটা দেওয়া।

“সিরিজ শুরুর আগেই বলেছিলাম যে, ইংল্যান্ড ভালো খেলছে। গত দুই ম্যাচেও ওরা ভালো খেলেছে। আমরাই বরং নিখুঁত ছিলাম না। পরের ম্যাচ আমাদের জন্য বড় ম্যাচ। চেষ্টা করব সেরাটা দিতে। তবে আমরা নিজেদের ফেভারিট ভাবছি না।”

ইংল্যান্ডের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দলের সর্বশেষ দেখাতেও জিতেছিল বাংলাদেশ।