বাংলাদেশের নিরাপত্তাই সেরা: মইন আলি

বাংলাদেশে ইংল্যান্ড দলকে দেওয়া নিরাপত্তা ব্যবস্থায় মুগ্ধ মইন আলি। ইংল্যান্ডের এই অলরাউন্ডার মনে করছেন, সফরে তাদের যেভাবে নিরাপত্তা দেওয়া হচ্ছে তা বিশ্বের সেরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2016, 07:45 AM
Updated : 11 Oct 2016, 12:43 PM

গত ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসার পর ঢাকায় কড়া নিরাপত্তায় ছিল ইংল্যান্ড দল। সোমবার চট্টগ্রামে আসার পর একই মানের নিরাপত্তা পাচ্ছে দলটি।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে মইন জানান, কোনো দেশকে এতটা নিরাপত্তা দিতে কখনও দেখেননি তিনি।  

“(বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা?) এটাই সেরা। অন্যভাবে বলতে গেলে, এখানে দেওয়া নিরাপত্তাকে অন্য দেশ ছাড়িয়ে যেতে চাইলে তাদের খুব ভালো করতে হবে। এটা অনেক বড় একটি ব্যাপার।”

গুলশানের একটি ক্যাফেতে সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা নিয়ে শঙ্কায় সফর নিয়ে যখন ইংল্যান্ডের অনেকেই দ্বিধায় তখন স্পষ্ট করেই মইন জানিয়েছিলেন তিনি সফর করবেন। বাংলাদেশে এসে নিরাপত্তা ব্যবস্থা দেখে তিনি অন্য দেশকেও সফর করার আহ্বান জানিয়েছেন।

“আমি সত্যিই অন্য সব দেশকে সফরে আসার জন্য উৎসাহ দেব। এখন পর্যন্ত এটা অসাধারণ। আমি অন্য দলগুলোকে বাংলাদেশ সফর করতে অনুপ্রাণিত করবো।”

বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড। আগামী ২০ অক্টোবর এই স্টেডিয়ামেই শুরু হবে প্রথম টেস্ট।