পিচ মাড়িয়ে জাদেজার শাস্তি
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Oct 2016 05:55 PM BdST Updated: 10 Oct 2016 05:56 PM BdST
-
রান নেওয়ার সময় বারবার পিচের সংরক্ষিত জায়গা দিয়ে দৌড়ানোয় শাস্তি পেয়েছেন রবিন্দ্র জাদেজা। ছবি: বিসিসিআই
নিউ জিল্যান্ডের বিপক্ষে ইন্দোর টেস্টে পিচের ক্ষতি করায় ভারতের রবিন্দ্র জাদেজাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।
ভারত ও নিউ জিল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে ঘটনাটি ঘটে। প্রথম ইনিংসে ২৭ বলে ১৭ রান করে অপরাজিত থাকা জাদেজা রান নেওয়ার সময় চতুর্থবারের মতো পিচের সংরক্ষিত জায়গা দিয়ে দৌড়ান। এই ঘটনায় আগের তিন বারে তাকে দুবার অনানুষ্ঠানিক ও একবার আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়। শাস্তি হিসেবে নিউ জিল্যান্ডের ইনিংসে ৫ রান যোগ করা হয়।
সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, জরিমানা ছাড়াও জাদেজার ডিসিপ্লিনারি রেকর্ডে ৩ ‘ডিমেরিট’ পয়েন্ট যোগ হয়েছে।
ম্যাচ রেফারি ডেভিড বুনের দেওয়া শাস্তি মেনে নেন জাদেজা। তাই এ বিষয়ে কোনো শুনানির প্রয়োজন হয়নি।
আগামী দুই বছরের মধ্যে জাদেজার পয়েন্ট বেড়ে ৪ বা তার বেশি হলে তা রুপান্তর হয়ে কমপক্ষে দুটি ‘সাসপেনশন’ পয়েন্ট হয়ে যাবে। সেক্ষেত্রে পরের এক বা একাধিক ম্যাচ নিষিদ্ধ হবেন তিনি।
দুটি সাসপেনশন পয়েন্ট মানে এক টেস্ট অথবা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হওয়া, যা নির্ভর করবে কোন সংস্করণের ম্যাচ আগে আসবে তার উপর।
-
বাংলাদেশ-উইন্ডিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে দেরি
-
ফজলে মাহমুদের ৮৯, বোলিংয়ে উজ্জ্বল তানভির
-
ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
-
পটস-লিচদের মনোযোগ নাড়িয়ে সফল পান্ত
-
টেস্টে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো অ্যাগারের
-
নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
-
ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩
-
দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
সর্বাধিক পঠিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- মুকুল বোস মারা গেছেন
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন