মোশাররফের জায়গায় আবার তাইজুল

আফগানিস্তান সিরিজের শেষ ম্যাচে সুযোগ পেয়ে আলো ছড়িয়েছিলেন মোশাররফ রুবেল। তাই ইংল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচের দলে জায়গা হারিয়েছিলেন তাইজুল ইসলাম। সিরিজের শেষ ম্যাচের বাংলাদেশ দলে সেই মোশাররফের বদলেই ফিরলেন তাইজুল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2016, 07:01 AM
Updated : 10 Oct 2016, 07:44 AM

প্রথম দুই ম্যাচের দল থেকে শেষ ম্যাচের দলে পরিবর্তন এই একটিই। একাদশে জায়গা হারালেও স্কোয়াডে টিকে গেছেন সৌম্য সরকার। এই সিরিজ দিয়ে ফেরা আল আমিন হোসেন প্রথম দুই ম্যাচে না খেললেও জায়গা ধরে রেখেছেন স্কোয়াডে।

আফগানিস্তান সিরিজের প্রথম দুই ম্যাচে ১ উইকেট নিয়েছিলেন তাইজুল। রান অবশ্য খুব বেশি দেননি। ১০ ওভারে প্রথম ম্যাচে দিয়েছিলেন ৪৪, পরের ম্যাচে ৩৮। এরপর জায়গা হারান তৃতীয় ম্যাচের একাদশে। সাড়ে ৮ বছর পর দলে ফেরেন মোশারফ।

দীর্ঘ বিরতির পর ফিরে প্রথম ম্যাচে দারুণ বোলিং করেছিলেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার। মান বাঁচানোর সিরিজ জয়ে বড় অবদান রেখেছিলেন ৩ উইকেট নিয়ে। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ছিলেন ভীষণরকম বিবর্ণ।

মাত্র ৩ ওভার তাকে ব্যবহার করতে পেরেছিলেন অধিনায়ক। মাঠে ক্যাচ ছাড়েন দুটি। পরে ব্যাট হাতেও দলের প্রয়োজনের সময় রাখতে পারেননি অবদান। দ্বিতীয় ম্যাচে তাই জায়গা হারান একাদশে। শেষ ম্যাচের আগে স্কোয়াডেরই বাইরে। ফেরার পর মোশাররফের নতুন অধ্যায়ে তাই আপাতত বিরতি!

তবে তাইজুলের জন্যও কাজটি সহজ হবে না। চ্যালেঞ্জ, সুযোগ পেলে আবার দলে ফেরার যথার্থতা প্রমাণের!

তৃতীয় ও শেষ ওয়ানডে হবে আগামী বুধবার, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজে এখন ১-১ সমতা।

তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ।