মাশরাফির মন্ত্র ‘আর্লি উইকেট’

প্রথম ওয়ানডেতে তালগোল পাকানোর আগে তিনশ’ রানের লক্ষ্য সহজেই পেরুনোর পথে ছিল বাংলাদেশ। সেখানে দ্বিতীয় ম্যাচে ২৩৯ রানের লক্ষ্য দিয়ে জেতা সম্ভব? অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, শুরুতে উইকেট নিতে পারলে এই উইকেটেও জেতা সম্ভব বলে তার বিশ্বাস ছিল। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2016, 06:59 PM
Updated : 9 Oct 2016, 07:17 PM

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৮ উইকেটে ২৩৮ রান করা বাংলাদেশ শেষ পর্যন্ত জেতে ৩৪ রানে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, ইংল্যান্ডের বিপক্ষেই আগের একটা ম্যাচ থেকে আশা ধরে রেখেছিলেন তারা।

“এর আগেও ইংল্যান্ডের বিপক্ষে আমরা এমন একটা ম্যাচ খেলেছিলাম।.. আমরা যদিও শুরুতে উইকেট পাইনি। রুবেল ব্রেক থ্রু দিয়েছিল, তবুও জিতেছিলাম।”

২০১০ সালে ইংল্যান্ড সফরে ২৩৭ রানের লক্ষ্য দিয়ে ইংল্যান্ডকে ৫ রানে হারায় বাংলাদেশ। ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে সেটি ছিল মাশরাফিদের প্রথম জয়। 

শুরুতে উইকেট নেওয়ার মন্ত্রে সতীর্থদের উজ্জ্বীবিত করা মাশরাফিই পথ দেখান দলকে। তার দাপুটে বোলিংয়ে ২৬ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড।

“আর্লি উইকেট নেওয়াতে সুবিধা হয়েছে। আমরা শুরুতেই এগিয়ে যাই। এরপর আমরা জানতাম, বাটলারকে ফিরিয়ে দিতে পারলে ম্যাচ অনেকটাই আমাদের দিকে চলে আসবে।”