আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে প্রথমবার প্রতিপক্ষের ১০ উইকেটই নিলেন স্পিনাররা।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৮ উইকেটে ২৩৮ রান করা বাংলাদেশ শেষ পর্যন্ত জেতে ৩৪ রানে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, ইংল্যান্ডের বিপক্ষেই আগের একটা ম্যাচ থেকে আশা ধরে রেখেছিলেন তারা।
“এর আগেও ইংল্যান্ডের বিপক্ষে আমরা এমন একটা ম্যাচ খেলেছিলাম।.. আমরা যদিও শুরুতে উইকেট পাইনি। রুবেল ব্রেক থ্রু দিয়েছিল, তবুও জিতেছিলাম।”
শুরুতে উইকেট নেওয়ার মন্ত্রে সতীর্থদের উজ্জ্বীবিত করা মাশরাফিই পথ দেখান দলকে। তার দাপুটে বোলিংয়ে ২৬ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড।
“আর্লি উইকেট নেওয়াতে সুবিধা হয়েছে। আমরা শুরুতেই এগিয়ে যাই। এরপর আমরা জানতাম, বাটলারকে ফিরিয়ে দিতে পারলে ম্যাচ অনেকটাই আমাদের দিকে চলে আসবে।”